কারও পছন্দ সাবেকিয়ানা, কেউ স্বচ্ছন্দ পশ্চিমি বেশে! দোলে কেমন সাজলেন বাংলার নায়িকারা?

কারও পছন্দ সাবেকিয়ানা, কেউ স্বচ্ছন্দ পশ্চিমি বেশে! দোলে কেমন সাজলেন বাংলার নায়িকারা?

e6891c8abc4e01f3ba56b4ee21b56d6f

 কলকাতা: দোল বা বসন্ত উৎসবে সুতির শাড়িতেই আজীবন ধরা দিয়েছে বাঙালি নারী। পলাশের গন্ধ আর আবিরে রাঙা মুখ। তবে আজকাল এই ছবি অনেকটাই ফিকে৷ শাড়ি পরে দোল খেলায় স্বচ্ছন্দ নয় অনেকেই৷ বদলে ছিমছাম পোশাকেই তাঁরা স্বচ্ছন্দ্য৷ এ বছর কেমন সাজে দোল উৎসব পালন করলেন টলিউডের ব্যস্ত নায়িকারা? কেমন ছিল মিমি চক্রবর্তী, পাওলি দাম, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের বসন্তের সাজ? রইল তার কিছু ঝলক-

 

 

আরও পড়ুন- আলিয়াকে কতটা মিথ্যে কথা বলেন রণবীর? কপিলের প্রশ্নে যা বললেন অভিনেতা

মিমি- চেনা শাড়ি নয়, এদিন  সালোয়ার কামিজেই ধরা দিলেন মিমি চক্রবর্তী। সাদা হাতকাটা কুর্তির সঙ্গে গোলাপি লেহেরিয়া নকশা করা ওড়নায় দোল খেললেন নায়িকা। খোলা চুল, হালকা মেকআপ আর হাতে আবিরের থালা— ছিমছাম সাজে দারুণ দেখাচ্ছিল মিমিকে৷ 

 

 

পাওলি দাম- দোলে পাওলির পছন্দ সাদা৷ এদিন অভিনেত্রী সেজেছিলেন সাদা আনারলকলিতে। পাওলির পোশাকে নজর কেড়েছে তাঁর বাহারি রঙের ওড়নাটিও। মুখে মেকআপ-এর লেশমাত্র নেই। গায়ে নেই গয়না। খোলা চুল আর রংবেরঙের আবিরেই অন্যনা পাওলি দাম৷ 

শ্রাবন্তীর সাজ- টলিউডের মিষ্টি মেয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশ্য বেছে নিয়েছেন পশ্চিমি পোশাক৷ তাতেই স্বচ্ছন্দ তিনি৷  শাড়ি, সালোয়ার ছেড়ে শ্রাবন্তীর পরনে দেখা গেল জিন্স আর টিশার্ট। সাদা টিশার্টের উপর ইংরেজি হরফে লেখা ‘হ্যাপি হোলি’। সঙ্গে নতুন ‘হেয়ার কাট’, চোখে রোদচশমা, গালে এক গাল হাসি৷ পরিবারের সঙ্গেই এদিন তিনি মেতেছিলেন দোল উদযাপনে৷

ভিন্ন সাজে মনামি- বসন্ত উৎসবে ভিন্ন সাজে লেন্সবন্দি হলেন অভিনেত্রী মনামি। সম্প্রতি অভিনেত্রীর বিকিনি পরা এক গুচ্ছ ছবি নেট পাড়ার পারদ চড়াচ্ছে৷ তারই মাঝে দোলের দিন একেবারে নববধূর বেশে ধরা দিলেন অভিনেত্রী। পরনে হলুদ বেনারসি, কপাল ভর্তি সিঁদূর, হাতে শাখাপলায় একেবারে রাইয়ের বেশে নায়িকা। মেকআপ আর খোলা চুলে অপরূপা মনামি।

সাদায় সাজলেন সন্দীপ্তা- দোলের সকালে স্পেশাল সাজে ধরা দিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেনও। তবে নেহাতই সাদামাঠা ‘লুক’ তাঁর। অভিনেত্রীর হালকা মেক আপেই মন হারিয়েছেন তাঁর অনুগামীরা৷ দোলে সন্দীপ্তা বেছে নেন সাদা আনারকলি। রং বলতে দু’গালে অল্প আবিরের ছোঁয়া। কপালে কালো টিপ, কালে ঝুমকো আর মাঝে সিঁথি করে টানা পনিটেল— এতেই অনন্যা সন্দীপ্তা।