Aajbikel

আলিয়াকে কতটা মিথ্যে কথা বলেন রণবীর? কপিলের প্রশ্নে যা বললেন অভিনেতা

 | 
রণবীর

 মুম্বই:  মাস পেরলেই ‘রণলিয়া’র বিবাহ বার্ষিকী৷ গত বছর এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এক বছরের দাম্পত্যজীবন পূরণ হওয়ার আগেই তাঁদের জীবনে এসেছে ছোট্ট রাহা। এদিকে, আর কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে রণবীরের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবির প্রচারে বিভিন্ন শোয়ের অংশ হচ্ছেন রণবীর এবং শ্রদ্ধা কাপুর৷ সম্প্রতি কপিল শর্মা শো-এ হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই তাঁর ও আলিয়ার দাম্পত্য নিয়ে নানা প্রশ্ন করেন শো-এর সঞ্চালক কপিল শর্মা।

আরও পড়ুন- হায়দরাবাদে শুটিংয়ে গুরুতর আহত বিগ-বি, পাঁজরে চোট, কাজ ফেলেই ফিরছেন মুম্বই


এক সময় ক্যাসেনোভা বলে বলিউডের অন্দরে বদনাম ছিল ঋষি-পুত্রের৷ দীপিকা পাডুকোন থেকে ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, নার্গিস ফকরি-সহ বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছিল তাঁর। অবশেষে আলিয়ার হাত ধরে সম্পর্কে থিতু হন তিনি৷ আলিয়ার সঙ্গেই সংসার পাতেন ঋষি-পুত্র৷ এখন রণবীর-আলিয়া-রাহার সুখী পরিবার। কিন্তু, স্ত্রী আলিয়াকে কখনও কি মিথ্যে বলেন রণবীর? কপিলের এহেন প্রশ্নে অভিনেতা সাফ জবাব, সংসারে শান্তি বজায় রাখতে মাঝে মধ্যে একটু মিথ্যে বলতেই হয়। সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘কয়েক বছর হয়ে গেল আমার নামের সঙ্গে কোনও বিতর্ক নেই। আসলে আমি এখন পত্নীনিষ্ঠ ভদ্রলোক।’’


এদিকে, এই প্রথম বার কোনও ছবিতে জুটি বাঁধলেন শ্রদ্ধা ও রণবীর। দোল উৎসবের কথা মাথায় রেখেই বেছে নেওয়া হয়ছে ছবি মুক্তির সময়৷ রণবীর-শ্রদ্ধার কেমিস্ট্রি বক্স অফিসে কতটা ম্যাজিক করে শুক্রবারের পরেই জানা যাবে তা! 

Around The Web

Trending News

You May like