Aajbikel

হায়দরাবাদে শুটিংয়ে গুরুতর আহত বিগ-বি, পাঁজরে চোট, কাজ ফেলেই ফিরছেন মুম্বই

 | 
অমিতাভ

মুম্বই: শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন বিগ বি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং চলার সময় চোট পান তিনি৷ ব্লগে তেমনটাই জানিয়েছেন অভিনেতা৷ 

আরও পড়ুন- শার্টের উপর স্পষ্ট স্তনবৃন্ত, সুজয়প্রসাদকে ব্রা কিনে দেওয়ার প্রস্তাব শ্রীলেখার! কী জবাব দিলেন?

জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় চোট পান তিনি৷ বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে অভিনেতার। তড়িঘড়ি তাঁকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা করে বুকে ব্যান্ডেজ বেঁধে দেন। ফলে ছবির শুটিং বন্ধ রেখেই মুম্বইত ফিরতে হয় তাঁকে৷ চিকিৎসকরা বিগ বি-কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন৷ অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, ‘‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। চিকিৎসক বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে।’’

জানা গিয়েছে, নড়াচড়া করলেই ব্যথা হচ্ছে বিগ বি’র। ফলে নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে। তাঁকে ব্যাথার ওষুধ দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে৷ চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ ‘জলসা’-কেই থাকবেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘‘ব্যথার জন্য ওষুধ খাখেতে হচ্ছে। বাড়িতেই শুয়ে রয়েছি।

এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অভিতাভ বচ্চন৷ ১৯৮২ ই সময় কয়েক সপ্তাহ হাসপাতালেই থাকতে হয়েছিল অভিনেতাকে। সোমবার সকালে শাহেনশার শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে অনুরাগীরা৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্যকামনা করেছেন ভক্তরা৷ 

Around The Web

Trending News

You May like