কলকাতা: সপ্তাহভর বৃষ্টি, মেঘলা আকাশের পর সপ্তাহের শুরুটা হল রোদ ঝলমলে আকাশ দিয়ে৷ চড়া রোদে সকাল থেকেই অস্বস্তি ভাব৷ কিন্তু, এই কড়া রোদের মাঝেই উঁকি দিচ্ছে কালো মেঘ। বেলা গড়ালে পাল্টে যেতে পারে আকাশের গতিপ্রকৃতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন- পুলিশের গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় ‘চিহ্নিত’ BJP নেত্রীর ছেলে! বেলডাঙায় হানা কলকাতা পুলিশের
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোরো হাওয়া। ফের উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র। আগাম সতর্কতা মেনে আগামী বুধ ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যেই মৎস্যজীবীরা যাতে মাঝসমুদ্র থেকে ফিরে আসেন, সেই পরামর্শও দেওয়া হয়েছে।
এ বছর বর্ষায় কার্যত ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি দক্ষিণের জেলাগুলি। ক’দিন আগে সাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সাগরে ফের নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী বৃষ্টি হতে পারে৷ এর ফলে বৃষ্টির ঘাটতি মিটবে কি না, সে দিকে নজর রয়েছে আবহাওয়া দফতরের। তবে ফের নিম্নচাপের জন্য বৃষ্টি হলে মাটি হতে পারে পুজোর বাজার৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>