কলকাতা: বিজেপি’র নবান্ন অভিযানের দিন পুলিশের গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় নাম জড়াল মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলে শুভজিৎ ঘোষের। তাঁর খোঁজেই শনিবার অভিযান চালাল কলকাতা পুলিশ। দুপুর আড়াইটে নাগাদ বিজেপি কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। লালবাজার সূত্রে খবর, তাঁর বাড়িতে তল্লাশি চালানো হলেও শুভজিৎ-এর খোঁজ মেলেনি।
আরও পড়ুন- পার্থ-কল্যাণময়ের পর নিজাম প্যালেসের ‘অতিথি’ এসপি সিনহা, তিন অভিযুক্তকে মুখোমুখি জেরা?
শনিবার সন্ধ্যায় লালবাজারের তরফে জানানো হয়, শুভজিৎ-কে গ্রেফতার করা তো যাইনি, তাঁর দেখাই মেলেনি। পুলিশি হানার সময় সান্তনা জানান তাঁর ছেলে বাড়িতে নেই৷ বেলডাঙার এসডিপিও তুলসিদাস ভট্টাচার্য জানান, পুলিশ অভিযান চালালেও শুভজিৎকে বাড়িতে পাওয়া যায়নি। প্রসঙ্গত, নবান্ন অভিযানের দিন দুই পুলিশ অফিসারকে মারধর এবং গাড়ি পোড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত ৫৫ জনকে শনাক্ত করেছে লালবাজার। তার মধ্যে অন্যতম শুভজিৎ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>