রাজ চক্রবর্তীর মনোনয়ন ঘিরে ধুন্ধুমার! মুখোমুখি তৃণমূল বিজেপি চলল গুলিও

এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও শোনা গেছে

ব্যারাকপুর: একুশের নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামের ভোটগ্রহণ আসন্ন। আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে সেই বহু চর্চিত কেন্দ্রের নির্বাচন।এমতাবস্থায় রাজনৈতিক উন্মাদনার আঁচে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর। দফায় দফায় তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে বুধবার কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তর ২৪ পরগণার এই এলাকা। চলল গুলিও। 

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার তারকা প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে আজ মহকুমা শাসকের অফিসে যান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এই তারকা ব্যারাকপুরে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। রাজ চক্রবর্তীর পদযাত্রার মাঝেই তৃণমূল বিজেপি উভয় পক্ষ হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তৃণমূলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে সূত্রের খবরে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন- ভাঙা পায়ে ফুটবলে শট মমতার! বিজেপিকে মাঠের বাইরে পাঠিয়ে ‘খেলা হবে’ ডাক

গাড়ি ভাঙচুর থেকে শুরু করে  ইট বৃষ্টি, ব্যারাকপুরে তৃণমূল বিজেপির মুখোমুখি সংঘর্ষে চলে সবকিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেধরক লাঠি চার্জ করতে হয়েছে বলেও জানা গেছে। এখানেই শেষ নয়, স্বল্পক্ষণের ব্যবধানে দ্বিতীয় দফায় ফের উত্তাপ ছড়ায় ব্যারাকপুরে। এবার বিজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষে ছড়ায় তৃণমূল বিজেপি। অভিযোগ তৃণমূলের সমর্থকরা গেরুয়া প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ি লক্ষ করে ছোঁড়া হয় ইটও। এই দফাতেই গুলি চলে বলে জানা যাচ্ছে। যদিও গুলির ঘটনা স্বীকার করেনি পুলিশ। জনৈক তৃণমূল নেতা দাবি করেছেন ভাটপাড়া থেকে আসা তাঁদের এক সমর্থকএর গায়ে গুলি লেগেছে। দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে এই অশান্তি রাজ্যের নির্বাচনী নিরাপত্তাকে আরো একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =