ভাঙা পায়ে ফুটবলে শট মমতার! বিজেপিকে মাঠের বাইরে পাঠিয়ে ‘খেলা হবে’ ডাক

ভাঙা পায়ে ফুটবলে শট মমতার! বিজেপিকে মাঠের বাইরে পাঠিয়ে ‘খেলা হবে’ ডাক

উলুবেড়িয়া: নন্দীগ্রামে আহত হওয়ার পর থেকে হুইলচেয়ারে বসেই জেলায় জেলায় ঘুরে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারীর সমর্থনে অমিত শাহের রোড শো ঘিরে ছিল চরম উত্তেজনা৷ হুইল চেয়ারে বসেই একের পর এক রোড শো ও জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে শেষ লগ্নে নন্দীগ্রামের টেঙ্গুয়ার জনসভায় নিজের পায়ে উঠে দাঁড়ান তিনি৷ সকলের সঙ্গে জাতীয় সঙ্গীতও গান৷ আর আজ ভাঙা পায়েই মারলেন ফুটবলের শট৷ 

আরও পড়ুন-  পুলিশকে পাহারাদার হিসেবে ব্যবহার করছে তৃণমূল-বিজেপি! বিস্ফোরক সেলিম

হাওড়া উলুবেড়িয়ার সভা থেকে ‘খেলা হবে’ ডাক দিয়ে মমতা বলেন, বিজেপি’কে এমন গোল দেবেন, বল যাতে বারপোস্টের বাইরে গিয়ে পড়ে৷ আর ক্রিকেট খেলতে হলে বোল্ড আউট করে দিন৷ যাতে আর বাংলায় কোনও দিন খেলতে না আসে৷ তাঁ কথায়, বিজেপি ক্ষমতায় এলে বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা আর থাকবে না৷ তাই খেলা হবে৷ এর পরেই মমতা বলেন, একটা বল মারো দেখি৷ মঞ্চ থেকে বল মারতেই তিনি বলেন, বিজেপি আউট৷ এর পর নিজেই একটি ফুটবল চেয়ে নেন৷ বলেন, আমার পায়ে চোট আছে তাই পা দিয়ে মারতে পারব না৷ তবে ডান পা দিয়ে একটি বলে হালকা লাথি মারেন তিনি৷ এর পর আরও একটি ফুটবল বেশ কয়েকবার লোফালুফি করার পর হাত দিয়েই মঞ্চ থেকে ছুঁড়ে মারেন তৃণমূল নেত্রী৷ 

আরও পড়ুন- ইন্ডাস্ট্রি হবে, ২ মে’র পর মা-মাটি-মানুষ সরকার গঠন করব, আত্মবিশ্বাসী মমতা

প্রসঙ্গত, দিন চারেক আগে নারায়ণগড়ের মঞ্চ থেকেও বল ছুড়ে বিজেপি’কে বোল্ড আউট করেছিলেন তিনি৷ সেদিন মঞ্চ থেকে প্লাস্টিকের ফুটবল ছুড়ে চেঁচিয় বলেছিলেন, বিজেপি বোল্ড আউট৷ দর্শকাসনে বসা এক মহিলাকে সামনে ডেকে এনে হুইলচেয়ারে বসেই হাতে করে ছুড়ে দিয়েছিলেন ফুটবল। আর ওই মহিলা সেই বল ধরে ফেলতেই চিৎকার করে উঠে বলেছিলেন, ‘‘বোল্ড আউট, বিজেপি বোল্ড আউট। আজও তেমনটাই করলেন তিনি৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *