বীরভূমে সবুজ ঝড় উঠলেও বোলপুরে খাস অনুব্রতর ওয়ার্ডেই বিধ্বস্ত তৃণমূল

বীরভূমে সবুজ ঝড় উঠলেও বোলপুরে খাস অনুব্রতর ওয়ার্ডেই বিধ্বস্ত তৃণমূল

বীরভূম: একুশের ভোটে রেকর্ড ফল করেছে তৃণমূল কংগ্রেস৷ ২০১১ সালে পরিবর্তনের জোয়ারে যে ফল হয়নি, অনুব্রত গড়ে সেই ফল হয়েছে একুশের প্রত্যাবর্তনে৷ কিন্তু এরই মাঝে যেন এক ফোঁটা চোনা পড়ল শহর বোলপুরে৷ ফল বেরতে দেখা গেল বোলপুল পুরসভা তো বটেই অনুব্রত মণ্ডল এবং প্রাক্তন পুর প্রশাসক মণ্ডলীর ওয়ার্ডেই বিধ্বস্ত তৃণমূল৷  

আরও পড়ুন- একদিনে রাজ্যে সুস্থ ১৯,০০০! ভয় পাওয়াচ্ছে মৃত্যুর হার

এবারের ভোটে ১১-০ করার হুঙ্কার দিয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ সেই লক্ষ্য থেকে খানিকটা পিছিয়ে থামতে হয়েছে তাঁকে৷ ১১টির মধ্যে ১০টি তৃণমূল জিতলেও দুবরাজপুরের আসনটিতে জয়ী হয়েছে বিজেপি৷ ২০১৯-এ হারানো ভোট ব্যাঙ্ক অনেকখানিই উদ্ধার করে আনতে পেরেছেন কেষ্ট৷ শহর থেকে গ্রাম ভোট বেড়েছে অনেকটাই৷ চার পুর শহরের চার কেন্দ্রেই জয়ী ঘাসফুল শিবির৷ কিন্তু এরই মাঝে কিছুটা ব্যাকফুটে বোলপুর৷ এই কেন্দ্রে বিজেপি’র হেভিওয়েট প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে চন্দ্রনাথ সিনহা তৃতীয়বারের জন্য জয়ী হলেও, পুর এলাকায় ২০টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতেই পিছিয়ে তৃণমূল৷ বলা যেতে পারে গ্রামীণ এলাকার ভোটে ভর করেই এখানে জয়ী হয়েছে শাসক দল৷ পুর এলাকায় পুরো ৬ হাজার ভোটে পিছিয়ে তৃণমূল৷

আরও পড়ুন- যা ভেবেছিলেন, তার থেকেও বেশি ভয়ানক পরিস্থিতি রাজ্যের! দাবি ধনকড়ের

উল্লেখ্য বিষয় হল, বোলপুরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোদ বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ আর তাঁর নিজের ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল৷ শুধু তাই নয়, প্রাক্তন পুর প্রশাসকমণ্ডলীর প্রধান সুশান্ত ভকতের ওয়ার্ডেও পিছিয়ে শাসক দল৷ যদিও অসুস্থতার কারণে পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ যদিও তাঁর ইস্তফা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিজেপি’র অবশ্য দাবি, নিজের ওয়ার্ডে পিছিয়ে থাকার জেরেই এই ইস্তফা৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =