পুলিশকর্তার মেয়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

পুলিশকর্তার মেয়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

কলকাতা:  পুলিশকর্তার মেয়ের ফোন নম্বর অন্যের ছবিতে জুড়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের ঘটনায় শোরগোল৷ অবশেষে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে অর্ঘ্যদীপ কুণ্ডু৷ গতকাল রাতে বারাসতের নবপল্লী থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ৷ উত্তরপাড়া কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর দীপক কুণ্ডুর ছেলে অর্ঘ্যদীপ৷ অভিযোগকারিনী তাঁর সহপাঠী ছিলেন৷ 

আরও পড়ুন- রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন বাবুল? ক্রমশ জোরালো হচ্ছে জল্পনা

অভিযুক্তের বাবা তৃণমূল নেতা হওয়ায় পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ ওঠে৷ মেয়ের সুবিচার চেয়ে নিডের অসহায়তার কথা সংবাদমাধ্যমে জানান পুলিশকর্তা৷ এর পরেই এক মাস পর নড়েচড়ে বসে পুলিশ৷ ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারের অভিযোগ, তাঁর মেয়ের ফোন নম্বর অন্য কারও ছবির সঙ্গে আপত্তিকর পোস্ট করেছিল অর্ঘ্যদীপ৷ ওই ছবি ও ফোন নম্বর ফেসবুকের বেশ কয়েকটি অ্যাকাউন্টে পোস্ট করা হচ্ছিল৷ এই ছবি পোস্ট করার পর থেকেই তাঁর কাছে আপত্তিকর ফোন ও ভিডিও কল আসতে শুরু করে৷

গত মাসের ১২ জুন বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এসে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করলেও পুলিশ কর্তার পরিবারের অভিযোগ, তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ধরনের অপরাধ করা হয়েছে, তাই তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করা হোক৷ পুলিশি অসহযোগিতার অভিযোও তোলা হয়৷ পরশুদিন এই খবর প্রকাশিত হওয়ার পরেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে পুলিশ৷ তথ্য প্রযুক্তি আইনের ৬৬ সি, ৬৬ ই, ৬৭ এ এবং ৩৫৪ ডি ধারাতেও মামলা রুজু করা হয়েছে৷ 

আরও পড়ুন- পদ থেকে সরছেন অমিত মিত্র, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে

এদিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেই উত্তরপাড়ার বাড়িতে তালা ঝুলিয়েছিলেন তৃণমূল নেতার পরিবার৷  বারাসতের নবপল্লীতে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিল তৃণমূলের কোঅর্ডিনেটরের দীপক কুণ্ডুর গোটা পরিবার৷ মোবাইল ফোন ছিল বন্ধ৷ পুলিশ মোবাইল টাওয়ার ট্র্যাক করে সেখান পৌঁছয়৷ জিজ্ঞাসাবাদের পর অর্ঘ্যদীপকে গ্রেফতার করে৷ তাদের হেফাজতে নিয়ে ফের জিজ্ঞাসাবাদ করবে৷ অর্ঘ্যদীপের কাছ থেকে ২টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ তবে ল্যাপটপ বা অন্যান্য গ্যাজেট যার সাহায্যে এই ধরনের অপরাধ করেছে সেগুলিও হেফাজতে নিতে চায় পুলিশ৷ সেকারণেই তাঁকে হেফাজতে নিতে বিধাননদর আদালতে তোলা হয়েছে অর্ঘ্যদীপকে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =