পদ থেকে সরছেন অমিত মিত্র, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে

পদ থেকে সরছেন অমিত মিত্র, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে

কলকাতা: দশ বছর দক্ষ হাতে অর্থ দফতর সামলেছেন তিনি৷ এবার বিদায়ের পালা৷ শারীরিক অসুস্থতার কারণে তিনি আর ভোটে দাঁড়াবেন না৷ নিজেরে অপারগতার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ 

আরও পড়ুন- দিদিকে ‘না’ দাদার, ‘আপাতত’ রাজনীতি নিয়ে ভাবতে নারাজ সৌরভ

প্রসঙ্গত, তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হিসাবে শপথ নেন অমিত মিত্র৷ নভেম্বর মাসে তাঁর মেয়াদ ফুরনোর কথা৷ কিন্তু উপনির্বাচনে আর দাঁড়াতে চান না অর্থমন্ত্রী৷ জানা গিয়েছে মন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পর বিদেশে কন্যার কাছে গিয়ে কিছুদিন অবসর কাটাতে চান অমিতবাবু৷ যদিও তাঁর এই সিদ্ধান্ত আচমকা নয়৷ একুশের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি৷ অসুস্থতার জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা সম্ভব হবে না বলেই দলনেত্রীকে সেই সময় জানিয়ে দিয়েছিলেন৷ অসুস্থতার কারণেই অবসর নিতে চাইছেন অমিত মিত্র৷ তবে তিনি অবসর নিলে কাকে অর্থমন্ত্রী করা হবে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে এখন বড় চ্যালেঞ্জ৷ 

আরও পড়ুন- মঞ্চে দাঁড়িয়ে খেলেন চা, মুখে পুড়লেন খৈনি, মনোরঞ্জনের কীর্তিকে সমালোচনার ঝড়

২০২১ সাল থেকে তৃণমূল সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন একুশে ক্ষমতায় আসার পর অন্তত ৬ মাস অর্থমন্ত্রী থাকুন অমিত মিত্র৷ পরবর্তী ক্ষেত্রে অন্য সিদ্ধান্ত নেওয়া হবে৷ সে কারণেই ক্ষমতায় এসে অমিতবাবুর হাতেই অর্থ দফতরের ভার সঁপেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু তৃণমূলের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল এই ফাঁকা জায়গা পূরণ করবে কে? যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর তেমন হলে অর্থ দফতর নিজের হাতেই রাখবেন তিনি৷ তবে তাঁর আগে উপনির্বাচনে তাঁর জয়ী হওয়াটা অত্যন্ত জরুরি৷ তবে অমিতবাবুকে অর্থ দফতরের উপদেষ্টা হিসাবে রাখা যায় কিনা, সে বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =