‘তৃণমূল থাকবে এবং আরও বাড়বে’, ফের দলের পাশে থাকার বার্তা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের

‘তৃণমূল থাকবে এবং আরও বাড়বে’, ফের দলের পাশে থাকার বার্তা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের

be657b2fab6fc64044d273004a74369c

কলকাতা: আবারও দলের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের ‘অপসারিত’ মহাসচিব পার্থ চট্টোপাধ্যীয়৷ এদিন আরও একবার জানিয়ে দিলেন, তিনি দলের পাশেই আছেন। যখনই সুযোগ পেয়েছেন, তখনই বিবৃতি দিয়ে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন পার্থ৷ বৃহস্পতিবার আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় পথে তৃণমূলের একদা ‘নম্বর টু’ বললেন, ‘‘তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।’’

আরও পড়ুন- নওশাদদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের প্রমাণ নেই! এই যুক্তিতেই জামিন

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি বাড়ি থেকে উদ্ধার হয় নোটের পাহাড়৷ থরে থরে সাজানো ছিল টাকার বাণ্ডিল৷ এর পর থেকেই পার্থর থেকে দূরত্ব নিয়ে চলেছে দল৷ তাঁকে নিয়ে কার্যত নীরব তৃণমূল। নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠার পরই মন্ত্রিপদ খোয়ান পার্থ৷ হারান দলের মহাসচিব পদও। মহাসচিব পদটিই তুলে দিয়েছে তৃণমূল। কিন্তু, এত কিছুর মাঝেও দলের প্রতি পার্থর আনুগত্যে কোনও হেরফের ঘটেনি। তৃণমূল সচেতন ভাবে দূরত্ব তৈরির চেষ্টা করলেও পার্থ যে এখনও নিজেকে তৃণমূলের কাছাকাছিই রাখতে চান, তা বারবার তাঁর মন্তব্যে স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার আরও এক বার তেমনটাই করলেন তিনি৷ 

বৃহস্পতিবার, জেল থেকে বার করে পার্থকে আদালতে আনার জন্য গাড়িতে তোলার তোড়জোড় চলছিল। তারপাশ ঘিরে রেখেছিলেন পুলিশকর্মীরা। পার্থকে ঘিরে ধরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। এদিকে, পার্থও গাড়ির দরজা ধরে অভ্যস্ত ভঙ্গিতে বসতে গিয়ে থেমে যান। একটি প্রশ্নের জবাবে মৃদু স্বরেই তিনি বলেন, ‘‘তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।’’