Aajbikel

নওশাদদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের প্রমাণ নেই! এই যুক্তিতেই জামিন

 | 
nausad

কলকাতা: গ্রেফতারির ৪০ দিন পর জামিন পেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকার এমনিতেই তাঁর গ্রেফতারি ইস্যুতে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল। বুধবারের শুনানিতে রাজ্যের আইনজীবী একাধিক প্রশ্নের সম্মুখীন বিচারপতির। অবশেষে বৃহস্পতিবার নওশাদকে জামিন দিয়েছে আদালত। তবে জানা গিয়েছে, কোনও শর্ত ছাড়াই তাঁর জামিন মঞ্জুর হয়েছে।  

আরও পড়ুন: অ্যাডিনোভাইরাসের দোসর হচ্ছে নিউমোনিয়া! শিশুদের নিয়ে চিন্তা বৃদ্ধি

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নওশাদের জামিন মঞ্জুর করেছে। এদিন নওশাদদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য পুলিশকে কী ধরনের হেনস্থা করা হয়েছে তার রিপোর্ট আদালতকে দেখানোর আর্জি জানান। রাজ্যের তরফে আদালতে জানান হয়, নওশাদের উস্কানিমুলক বক্তব্যের সিএফএসএল রিপোর্ট এখনও আসেনি। এই প্রেক্ষিতে বিকাশ আরও বলেন, পুলিশ যদি টিয়ার গ্যাস না ছূড়তো, বা লাঠিচার্জ না করতো তাহলে আইএসএফ সকর্থকরা ক্ষিপ্ত হত না।। প্রায় ৪০ দিন ধরে নওশাদ ও পার্টির অন্যান্য সমর্থকদের হেফাজতে রাখা হয়েছে। তবে রাজ্যের কাছে তাঁদের বিরুদ্ধে উস্কানিমুলক বক্তব্যের তেমন প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। 

ধর্মতলায় হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা করা নওশাদ সিদ্দিকীকে। এছাড়াও ৮৮ জনকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছিল। এতজনকে গ্রেফতার করা হয়েছে জেনে বিস্ময় প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টও। বুধবার এই মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্যের আইনজীবীর কাছে জানতে চায়, সকলে যে গন্ডগোলের সঙ্গে যুক্ত, তা জানা গেল কী ভাবে। পাশাপাশি বুধবার শুনানি চলাকালীন এজলাসে বসেই ল্যাপটপে সিদ্দিকীর ভাষণের ভিডিও দেখেন বিচারপতি।

Around The Web

Trending News

You May like