নয়াদিল্লি: ভারতীয় বিমান ব্যবহার করে ৯/১১-র মতো হামলা হবে৷ হুমকি ফোন এল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে৷ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শনিবার ফোন আসে দিল্লি বিমানবন্দরে৷ এর পরেই কড়া নিরাপত্তা বলে ঘিরে ফেলা হয় বিমানবন্দর চত্বর। সতর্ক রয়েছে সমস্ত তদন্তকারী সংস্থা৷ জোড় তল্লাশি শুরু হয় লন্ডনগামী বিমানেও৷ নিয়ে আসা হয় পুলিশ কুকুর৷ তবে কোনও সন্দেহজনক বস্তুর হদিশ মেলেনি৷
আরও পড়ুন- BREAKING: গুজরাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপানি
এই হুমকি ফোন আসার পর থেকেই কড়া চেকিং চলছে৷ প্রতিটি গাড়ি ও যাত্রীদের তল্লাশি করে বিমানবন্দরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে৷ এই হুমকি করে নতুন করে উস্কে দেয় ৯/১১-র স্মৃতি৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ দিল্লির রানহোলা থানায় এই হুমকি ফোনটি আসে৷ বলা হয়, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়িয়ে দেওয়া হবে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(আইবি) সূত্র খবর, ফোন এসেছিল ৩ ডিজিটের একটি নম্বর থেকে। এই কলটিকে ইন্টারনেট কল বলেই মনে করা হচ্ছে৷ ফলে ফোন নম্বর চিহ্নিত করা একটি কঠিন হয়ে পড়ে৷
অন্যদিকে, খালিস্তানপন্থী সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ এর তরফে দিল্লি পুলিশের কাছে ফোন আসে৷ তারা বিমানবন্দর ঘেরাও করার হুমকি দেয় বলে জানা গিয়েছে। এই হুমকির জেরে যাত্রীদের বারবার সতর্ক করা হয়। সেই সঙ্গে গোয়ান্দা অফিসারদের অনুমান, ফের খালিস্তানপন্থীদের সক্রিয়তা বাড়ছে।
আরও পড়ুন- লড়াইয়ের ৩৩ ঘণ্টা… মুম্বইয়ের ‘নির্ভয়া’ হার মানলেন নৃশংসতার কাছে
এদিকে সাউথ ওয়েস্ট দিল্লির ডিসিপি প্রতাপ সিং টুইট করে বলেন, ‘‘এই হুমকি ফোন পাওয়ার পরই বিমানবন্দরের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সকল যাত্রীরা বিমান ধরবেন, তাঁরা যেন তাড়াতাড়ি পৌঁছে যান৷ কারণ, পরীক্ষা-নিরীক্ষার জন্য দেরি হতে পারে।”