রাজনীতির ময়দান ছাড়িয়ে বিয়ে বাড়িতেও এবার ‘খেলা হবে’

রাজনীতির ময়দান ছাড়িয়ে বিয়ে বাড়িতেও এবার ‘খেলা হবে’

6ebb88bef13010b1c9b016ff10e4b36b

উত্তর ২৪ পরগণা:  নীল বাড়ি দখলের লড়াইয়ের উত্তপ্ত বাংলার ব্যাটেল গ্রাউন্ড৷ সেই ব্যাটেলের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে খেলা হবে স্লোগান৷ যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা৷ কিন্তু রাজনীতির আঙিনা ছেড়ে এবার ‘খেলা হবে’ স্লোগানের ‘দেখা’ মিলল বিয়ে বাড়ির আসরে৷ 

আরও পড়ুন- আছে বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি! জেনে নিন পায়েলের সম্পত্তির খতিয়ান

আসলে দক্ষিণ ২৪ পরগণায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল৷ সেখানেই দেখা যায় বাড়ির লোকজন মিলে খাওয়া দাওয়া করছে৷ আর সেখানে ক্যাটারিং-এর দায়িত্ব সামলানো ছেলেদের গায়ে দেখা গেল সবুজ রং-এর টি-শার্ট৷ যেখানে লেখা রয়েছে খেলা হবে৷ 

দক্ষিণ ২৪ পরগণার কোটরা অঞ্চলের পানশিলা গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ৷ ওই গ্রামেরই মেয়ে সৌদিয়ারা খাতুনের সঙ্গে বিয়ে হয় তাঁর। মঙ্গলবার রাতে ছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান৷  আত্মীয়-স্বজন মিলে হই হই করে চলছিল অনুষ্ঠান৷ প্যান্ডেলের চলছিল জোড়কদমে চলছিল খাওয়া দাওয়া। কিন্তু দেখা যায় যারা ক্যাটারিং এর ছেলারা সকলেই সবুজ রঙের গেঞ্জি পরে রয়েছে৷ আর তাতে লেখা রয়েছে ‘খেলা হবে’। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তরজা৷ কেন এই স্লোগান ব্যবহার করা হল বিয়ে বাড়িতে? 

এ প্রসঙ্গে ফিরোজ আহমেদ বলেন, রাজ্য রাজনীতিতে ‘খেলা হবে’ স্লোগনা নিয়ে যতই তোলড়াপ হোক, বিয়ে বাড়ির সঙ্গে এর রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ শুধুমাত্র মজা করেই এই স্লোগান লেখা হয়েছে৷ মজা করলেই  ক্যাটারিংয়ের ছেলেদের গেঞ্জিতে এই স্লোগান ছেপা হয়েছে৷ আসনে এখানে খেলা হবে’র অর্থ বিয়ে বাড়িতে খাওয়া-দাওয়া নিয়ে খেলা হবে৷ কে কত বেশি খেতে পারে সেটাই দেখা হবে৷ 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে শো-কজ করল নির্বাচন কমিশন

এ প্রসঙ্গে স্থানীয় যুবনেতা নাজিবুল্লাহ সর্দার বলেন,  তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান এখন প্রতিটি রাজনৈতিক দলের মুখে৷ সকলেই সেটা নকল করে নিয়েছে৷ এর মধ্যে বিয়ে বাড়িতেও ক্যাটারিংয়ের গেঞ্জিতে ব্যবহার করা হল খেলা হবে স্লোগান। এর অর্থ, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *