আছে বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি! জেনে নিন পায়েলের সম্পত্তির খতিয়ান

আছে বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি! জেনে নিন পায়েলের সম্পত্তির খতিয়ান

কলকাতা: বেহালায় তৃণমূলের দূর্গে কোপ বসাতে বিজেপি’র হাতিয়ার এখন দুই তারকা৷ বেলাহা পশ্চিমে দাঁড়িয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ আর বেহালা পূর্বে  বিজেপির তাস তারকা প্রার্থী পায়েল সরকার৷ এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূল প্রার্থী শোভন জায়া রত্না চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সমিতা হড় চৌধুরীর বিরুদ্ধে৷  ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন পায়েল৷ সেই সঙ্গে হলফনামাও জমা দিয়েছেন অভিনেত্রী৷ 

আরও পড়ুন- ‘আক্রান্ত’ তৃণমূল প্রার্থী! অভিযুক্ত বিজেপি, প্রতিবাদে জ্বলল গাড়ি

হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে পায়েলের মোট আয় ১৪ লক্ষ ৩৮ হাজার ৩৪৭ টাকা।  মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৫০ হাজার টাকা। সেভিংস, ফিক্সড ডিপোজিট ও টার্ম ডিপোজিট মিলিয়ে বিজেপি’র তারকা প্রার্থীর নামে রয়েছে ১৩ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা। মোট ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা রয়েছে তাঁর৷ এছাড়াও এনএসএস ও জীবন বিমাও আছে বেহালা পূর্বের বিজেপি প্রার্থীর৷ তাতে সঞ্চিত আছে ৩৯ লক্ষ ৫২ হাজার টাকা।  

হলফনামা অনুযায়ী পায়েলের নামে রয়েছে একটি অডি৷ ২০১৬ সালে কেনা এই গাড়ির বর্তমান দাম ১৬ লক্ষ টাকা। এছাড়াও পায়েলের আছে ৫৬ গ্রাম সোনার গয়না। যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে পায়েল সরকারের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকা।

আরও পড়ুন- দিলীপ ঘোষের উপর হামলা, ভাঙল গাড়ির কাঁচ, ‘তালিবান শাসন’ বলে কটাক্ষ

বেহালা পূর্বে বিজেপি’র তারকা প্রার্থীর স্থাবর সম্পত্তি বলতে আনন্দপুরের ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট। যার বর্তমান বাজার দর ১ কোটি ৪০ লক্ষ টাকা। অর্থাৎ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে পায়েলের মোট সম্পত্তি ২ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকার। তাঁর মাথায় রয়েছে বিপুল দেনাও৷ ৫৯ লক্ষ ৯৪ হাজার ৩৩৬ টাকার গৃহ ঋণের বোঝা নিয়েই ভোট ময়দানে মেনেছেন তিনি৷ তবে তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই বলেই জানিয়েছেন পায়েল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 3 =