বাজারে মুরগির দামে আগুন, পাল্লা দিয়ে বাড়ছে তেলের দাম, মাথায় হাত আমজনতারা

বাজারে মুরগির দামে আগুন, পাল্লা দিয়ে বাড়ছে তেলের দাম, মাথায় হাত আমজনতারা

কলকাতা:  করোনাকালে বাজারে আগুন৷ মুরগির মাংসের দাম এখন আকাশ ছোঁয়া। এক ধাক্কায় ২০০ টাকা পেরলো কাটা মুরগির দাম৷ গত সপ্তাহে খুচরো বাজারে যেখানে কেজি প্রতি মুরগির মাংসের দাম ছিল ১৮০ টাকা৷ তা এখন ২৪০ টাকায় পৌঁছে গিয়েছে৷ করোনা আবহে যখন পুষ্টিকর খাবার খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তখন মাংসের দামে আগুন৷ 

আরও পড়ুন- জিতেও লোকসভাতেই ফিরতে চান নিথীশ-জগন্নাথ, ছাড়ছেন বিধায়ক পদ

আজ গরিয়াহাট বাজারে গিয়ে দেখা গেল মুরগির মাংস বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিতে৷ দিন কয়েক আগেও কাটা মুরগির দাম ছিল ১৮০ টাকা কেজি৷ কিন্তু গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী মাংসের দাম৷ আজ বাজার দর ২০০ পেরিয়ে গেল৷ সরকারি সুলভ মূল্যের দোকান বা ফেয়ার প্রাইস শপে ২০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাটা মুরগি৷ খোলা বাজারে এই মুরগির দামই পৌঁছে গিয়েছে কেজি প্রতি ২৩০ টাকা ২৪০ টাকা দরে৷ কেন এভাবে দাম বাড়ছে? চিন্তায় পড়েছেন বিক্রেতারা৷ মাথায় হাত ক্রেতাদেরও৷ এই ভাবে দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছবে মাংসের দাম, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে৷ 

গরিয়াহাট বাজারে আসা এক ক্রেতারা বলেন, মাংসের দাম ১৯০ টাকা কেজি হয়ে গিয়েছিল৷ এখন ২৪০টাকা কেজি৷ মাংস রান্না করতে গেলেও তেল লাগবে৷ ১৮০ টাকা কেজি সরষের তেল৷ সাদা তেলও ১৬০ টাকা কেজি৷ পিঁয়াজের দামও বেড়ে গিয়েছে৷ রোজগার তো বাড়ছে না৷ ফলে সমস্যায় তো পড়তেই হবে৷ 

আরও পড়ুন- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বাড়াতে চিঠি

এক মুরগির মাংস বিক্রেতা আবার বলেন, মুরগির দাম অত্যাধিক বেড়ে গিয়েছে৷ যে মুরগির দাম ৭০ টাকা পর্যন্ত নেমে গিয়েছিল, সেই মুরগি এখন ১৪০ টাকা৷ এমনিতেই বিক্রি নেই৷ তার মধ্যে দাম বাড়ায় খরিদ্দার আরও কমে যাচ্ছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + three =