কলকাতা: রাজ্য সরকার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে৷ রাজ্যের বর্তমান ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে প্রশাসনের শীর্ষস্তরে রদবদল করা হলে সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হবে বলে রাজ্যের লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷
চলতি মাসেই আলাপনবাবুর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলে রাজ্য সরকার আরও তিন মাস তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে চাইছে বলে সূত্রের খবর৷
গত বছর অক্টোবরে রাজীব সিনহার অবসরের পর রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হিবাসে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়৷ ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর চাকরি জীবনে একাধিক জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন৷ তাঁকে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বেও বসানো হয়েছিল। এক সময়ে তিনি কলকাতা পুরসভার কমিশনারও ছিলেন। এছাড়া তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব হিসেবেও কাজ করেছেন তিনি৷ রাজ্যে অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত আমলাদের মধ্যে আলাপন সবচেয়ে সিনিয়র৷ দীর্ঘ অভিজ্ঞতা এবং সরকারকে বহু বার নানা সমস্যা থেকে বার করে আনার সুবাদে পরবর্তী মুখ্যসচিব পদের অন্যতম দাবিদার ছিলেন তিনিই৷