প্রত্যাবর্তনের জোয়ারে নিশ্চিহ্ন বাম-কংগ্রেস, বদলে গেল বিরোধী মুখ

প্রত্যাবর্তনের জোয়ারে নিশ্চিহ্ন বাম-কংগ্রেস, বদলে গেল বিরোধী মুখ

কলকাতা:  তৃতীয় বারের জন্যে রাজ্যে ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু বদলাতে চলেছে বিধানসভায় বিরোধী আসনে বসা মুখগুলো৷ একুশের ভোটে কার্যত ধুয়ে মুছে সাফ বাম শিবির৷ সংযুক্ত মোর্চার ঝুলিতে এসেছে মাত্র ১টি আসন৷ এতদিন যাঁরা বিরোধী মুখ হিসাবে পরিচিত ছিলেন, তাঁরা কেউই দাঁত ফোটাতে পারেননি৷ 

আরও পড়ুন- ‘বহিরাগত’ জিগিরেই বঙ্গজুড়ে সবুজ ঝড়, ভরাডুবি বিজেপির?

যাদবপুর কেন্দ্র পরাজিত হয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ জিততে পারেননি অশোক ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি, মহম্মদ সেলিমের মতো বিজেপি’র তাবড় তাবড় নেতারা৷ এমনকী নিরাশ করেছেন তরুণ প্রজন্মের ঐশী ঘোষ, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরাও৷ ফলে এতদিন টিমটিম করে যে শিখা জ্বলছিল, একুশের সবুজ ধরে তা অস্তমিত৷ সেই সঙ্গে রাজ্যে বিরোধী দলের তকমাও খোয়াল বামেরা৷ 

সরকারের কাজের সমালোচনা করে সরব হওয়া চেনা মুখগুলো আগামী দিনে আর দেখা যাবে না৷ বরং বিরোধী দল হিসাবে উঠে আসবে বিজেপি৷ আরও অনেক বেশি আসন নিয়েই বিরোধী স্থান দখল করবে গেরুয়া শিবির৷ সম্ভবত বিরোধী দলনেতা হিসাবে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে৷ এমনটাই মনে করছে রাজনৈতিক শিবির৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *