আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু নাম নেই তালিকায়, ভোট কর্মীদের চরম বিক্ষোভ পানিহাটিতে

আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু নাম নেই তালিকায়, ভোট কর্মীদের চরম বিক্ষোভ পানিহাটিতে

পানিহাটি: পানিহাটি গণনা কেন্দ্রে চূড়ান্ত অব্যবস্থা৷ গণনা কেন্দ্র উত্তাল ভোটকর্মীদের বিক্ষোভ৷ দাবি, এখানে অতিরিক্ত কর্মীকে ডাকা হয়েছে, কিন্তু কাজ দেওয়া হচ্ছে না৷ এক কর্মী বলেন, অফিস থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল, সেই মতো আমরা ট্রেনিং করেছি৷ এখন দেখা যাচ্ছে কোথাও আমাদের নাম নেই৷ না ডিউটি পেয়েছি, আর না রিজার্ভে নাম রয়েছে৷ নাম না থাকায় মানবিকতার খাতিরে আমাদের ন্যূনতম টিফিনটুকুও দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন- ‘জীবনে এমন পরীক্ষা আগে কখনও দিইনি’, উদ্বেগে সায়নী

অপর এক কর্মী জানান, তিনি মোবাইলে ডিউটি সংক্রান্ত মেসেজ পেয়েছেন৷ কিন্তু ডিউটি করতে এসে দেখছেন তাঁর নাম নেই৷ সকাল থেকে এখনও না খেয়েই আছেন৷ কমিশনের তরফে বলা হয়েছিল, কোভিড পরিস্থিতিতে অতিরিক্ত গণনাকর্মী রাখা হবে না৷ কিন্তু অভিযোগ, এসএমএস পাঠিয়ে ডিউটি দেওয়া হলেও এখন বহু কর্মীর নাম নেই৷ এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিক্ষোভ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =