‘জীবনে এমন পরীক্ষা আগে কখনও দিইনি’, উদ্বেগে সায়নী

‘জীবনে এমন পরীক্ষা আগে কখনও দিইনি’, উদ্বেগে সায়নী

আসানসোল: টলিউডে বরাবার ঠোঁটকাটা বলেই পরিচিত সায়নী ঘোষ৷ তৃণমূলে যোগ দেওয়ার আগে তিনি বাম সমর্থক বলেঅ পরিচিত ছিলেন৷ নানা বিতর্কে জড়িয়ে সায়নী যোগ দেন ঘাসফুল শিবিরে৷ তৃণমূলের নাম লেখাতেই পান টিকিট৷ আসানসোল দক্ষিণে তাঁর প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পাল৷ ভোটর আগে মাটি কামড়ে প্রচার করেছেন সায়নী৷ আজ ফল ঘোষণার পালা৷ তাঁর চোখেমুখে ফুটে উঠল উদ্বেগের ছাপ৷ 

আরও পড়ুন- পোস্টাল ব্যালট থেকে লড়াই হাড্ডাহাড্ডি, আপাতত এগিয়ে শুভেন্দু, ঐশী, পিছিয়ে ব্রাত্য

এদিন হলুদ শাড়ি পড়ে ভোট গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত হন তৃণমূলের তারকা প্রার্থী৷ তিনি বলেন, জীবনে অনেক পরীক্ষা দিয়েছি৷ স্কুল, কলেজে, ইন্টারস্কুল অ্যাক্টিভিটি, অনেক কম্পিটিশনে যোগ দিয়েছি৷ তবে এমন পরীক্ষা কোনও দিন দিইনি। আমি নিশ্চিত, এই পরীক্ষা দিয়েই আমার জীবনে পথ চলা শুরু হল।’’ তিনি আরও জানান, তাঁর বাবা মাও প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছেন৷ বারবার ফোন করে তাঁরা খবর নিচ্ছেন। তাঁদের দুজনের শরীরই বিষেষ ভালো নেই৷ সে কারণেই আসানসোল থেকে কলকাতা যাওয়া আসা করতে হয়েছে সায়নীকে। তিনি বলেন, ‘‘আমার বাবা মায়ের যত বয়স হচ্ছে,  ততই যেন বাচ্চা হয়ে যাচ্ছেন তাঁরা। তবে যাই হোক, আমি আশাবাদী, তাঁদের ও মানুষের আশীর্বাদে আমি জিতব৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =