দোড়গোড়ায় শীত! ঝঞ্ঝা সরতেই কলকাতায় পারদ পতন, সোমবার আরও ১ ডিগ্রি কমল তাপমাত্রা

দোড়গোড়ায় শীত! ঝঞ্ঝা সরতেই কলকাতায় পারদ পতন, সোমবার আরও ১ ডিগ্রি কমল তাপমাত্রা

e881b638fb7187f0c48f623f867865d3

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷ সোমবার এবং মঙ্গলবার রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় যে ভাবে তাপমাত্রার হেরফের ঘটছে, তাতে  জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। আগামী ২-৩দিনের মধ্যেই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ 

আরও পড়ুন- সিজার লিস্ট গোপনের চেষ্টা করেছে সিবিআই! দিলীপের দলিল উদ্ধার প্রসঙ্গে কুণাল

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার আরও ১ ডিগ্রি পারদ পতন ঘটেছে। কলকাতার পাশাপাশি তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। 

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার দিনভর আকাশ থাকবে রোদ ঝলমলে৷ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ বরং সোমবারের পর মঙ্গলবারও একইভাবে তাপমাত্রার পতন জারি থাকবে। তবে বুধবার থেকে ৩ দিন তাপমাত্রার বিশেষ বদল ঘটবে না৷ দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট বাড়বে৷ 

পুরোপুরি শীত আসার অপেক্ষায় বঙ্গবাসী৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় উত্তুরে হাওয়া ঢুকতে পাচ্ছিল না। কিন্তু, সেই ঝঞ্ঝা সরতেই বাংলায় উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। সেই ধাক্কায় উত্তর এবং দক্ষিণ দুই প্রান্তেই তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। উত্তরে পাহাড় লাগোয়া এলাকায়, বিশেষ করে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷