কলকাতা: ফের ধাক্কা দিয়ে এবার বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ আজ সকালে টুইট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী৷ শ্রাবন্তী দল ছাড়তেই ফের বিস্ফোরক তথাগত রায়৷
আরও পড়ুন- শহিদ কমিটির সম্পত্তি নিজের নামে লিখিয়ে প্রতারণা করেছেন শুভেন্দু: অখিল
প্রসঙ্গত, দিন কয়েক আগে টুইট করেছিলেন তথাগত৷ সেখানে তিনি লিখেছিলেন, ‘‘পায়েল, শ্রাবন্তী, পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন)৷ তাঁদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’’ এই টুইটে শ্রাবন্তীর নামও উল্লে করেছিলেন তিনি৷ এদিন শ্রাবন্তী দল ছাড়তেই ফের একহাত নিলেন৷
তথাগত বলেন, ‘‘উনি যে বিজেপি’তে ছিলেন, সেটাই আমি জানতাম না৷ দ্বিতীয়ত, উনি যে বিজেপি ছাড়লেন সেটা একদিকে প্রত্যাশিত৷ উনি চলে গিয়েছেন, হাঁফ ছেড়ে বাঁচা গেল৷ কবে যাবে সেটা নিয়েই চিন্তা ছিল৷ এই সমস্ত উৎপাত যাঁরা বিজেপি’তে আমদানি করেছিলেন আশা করি তাঁদের শিক্ষা হবে৷’’ তাঁর মতে, যাঁরা তাঁদের এনেছিলেন, তাঁরাও চলে গেলে ভালো হবে। তথাগত বলেন, ‘‘পরশু দিন দিলীপ ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে, এই বিষয়টি নাকি কেন্দ্রীয় নেতাদের হাতেই ছিল। এতে ওঁর কোনও হাত ছিল না। য সকল কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন তাঁরাই এই সমস্ত কীর্তি করেছেন৷ তাঁরা হিমালয় প্রমাণ ভুল করেছেন৷ আমরা আশঙ্কাই সত্যি প্রমাণিত হচ্ছে৷ এর পর আশা করি তাঁরা একই ভুল করবেন না৷’’
অন্যদিকে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘শ্রাবন্তী স্বেচ্ছায় দলে এসেছিলেন৷ তাঁকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে দল প্রতিদ্বন্দ্বিতা করায়৷ তিনি পরাজিত হন৷ কোনও দলেই চায় না তাঁর সংগঠন থেকে কেউ চলে যাক৷ উনি সংবাদমাধ্যমে সরাসরি না জানিয়ে দলকে আগে জানালে কথাবার্তা বলা যেত৷ কিন্তু তিনি তা করেননি৷ বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে যে ভাবে সকলে দল পরিবর্তন করছে সেখানে এসব বক্তব্যের কোনও গুরুত্ব নেই৷ দলের তরফে তাঁর সঙ্গে নিশ্চিত ভাবে যোগাযোগ করা হবে৷ এতে দলের হয়তো কিছু এসে যাবে না৷ কিন্তু একজন সদস্যে চলে যাওয়াটাও কাম্য নয়৷