শহিদ কমিটির সম্পত্তি নিজের নামে লিখিয়ে প্রতারণা করেছেন শুভেন্দু: অখিল

শহিদ কমিটির সম্পত্তি নিজের নামে লিখিয়ে প্রতারণা করেছেন শুভেন্দু: অখিল

নন্দীগ্রাম: রাজ্যের দাপুটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার আরও গুরুতর অভিযোগ আনলেন পূর্ব মেদিনীপুরেই তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি৷ তাঁর অভিযোগ, নন্দীগ্রামের শহিদের সেন্টিমেন্টকে কালিমালিপ্ত করেছেন শুভেন্দু৷ সরকারি টাকায় নিজের নামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পত্তি রেজিস্ট্রি করেছেন৷ বিষয়টি জানার পর ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি৷

বুধবার ছিল ১০ নভেম্বর৷ শহিদ স্মরণে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে শহিদ স্মরণ সভার আয়োজন করা হয়েছিল৷ সেই মঞ্চ থেকে কুণাল ঘোষ সরাসরি অভিযোগ করেছিলেন, ‘‘শহিদের রক্তকে কাজে লাগিয়ে শুভেন্দু নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছেন৷’’ তারপরই অখিলবাবুর এহেন বিস্ফোরক অভিযোগ সামনে আসায় সমগ্র নন্দীগ্রাম জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

অখিলবাবুর অভিযোগ,  নন্দীগ্রাম মানুষের চিকিৎসার জন্য সোনাচূড়া শহিদ বেদীর পাশে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ সেজন্য হলদিয়া ডেভলপমেন্ট অথিরিটির তরফে টাকার বিনিময়ে একটি রায়তি জায়গা ক্রয় করে সেটি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির হাতে তুলে দেওয়া হয়েছিল৷ ঘটনাচক্রে, সেই জমিটি নিজের নামে রেজিস্ট্রি করেছেন শুভেন্দু৷ যা সম্পূর্ণ বেআইনি৷ যদিও অখিলবাবুর এই গুরুতর অভিযোগ সম্পর্কে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ ফলে জানা যায়নি তাঁর বক্তব্য৷ তবে এঙেন অভিযোগকে কেন্দ্র করে নন্দীগ্রামের জনমানসৈ তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া৷ তাঁদের অনেককেই এদিন দেখা গিয়েছে সেই পুরনো প্রবাদ আউড়াতে, ‘রাজায় রাজায় লড়াই হয়, উলখাগড়ার প্রাণ যায়!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =