‘দাসত্বের শৃঙ্খল ভেঙেছে তালিবান’, প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

‘দাসত্বের শৃঙ্খল ভেঙেছে তালিবান’, প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

ইসলামাবাদ:  ‘আফগানিস্তানে দাসত্বের শৃঙ্খল ভেঙেছে তালিবান৷’ তালিবান-রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ইসলামাবাদে আফগান প্রশাসনের সঙ্গে পাক বিদেশ মন্ত্রকের বৈঠক৷ ইমরান বলেন, ‘‘অন্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ভয়ঙ্কর৷ তা দায়ত্বের চেয়েও ভয়ঙ্কর৷’’ 

আরও পড়ুন- বিমানের চাকায় চেপে কাবুল ছাড়ার চেষ্টা, উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত ২

রবিবার কাবুলে আশরফ গনি সরকারের পতন ঘটিয়ে আফগানিস্তান দখলে নেয় তালিবান৷ চিনের পর এবার তালিবানের পাশে দাঁড়াল পাকিস্তান৷ এদিন ইমরান খান বলেন, ‘‘অনেকেই অন্যের সংস্কৃতি আয়ত্ত করতে চান৷ কিন্তু অন্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়াটা দাসত্বের সমান৷ আসল দাসত্বের চেয়েও তা ভয়ঙ্কর৷ এই শৃঙ্খলা ভেঙে ফেলাটা প্রয়োজন৷ আফগানিস্তানে সেটা সফল হয়েছে৷’’  

প্রসঙ্গত, এতদিন তালিবানকে অস্ত্র ও রসদ দিয়ে মদত করে এসেছে চিন ও পাকিস্তান দুই বন্ধু রাষ্ট্র৷ দিন কয়েক আগে চিনের শীর্ষ কর্তীদের সঙ্গে দেখা করেছিল তালিবান৷ আবার দোহার বৈঠকে পাক নেতৃত্বের সঙ্গে তালিবান নেতাদের হাত মেলানোর ছবিও ভাইরাল হয়েছিল৷ আর এবার প্রকাশ্যে তালিবান রাজ্যের প্রশংসা করলেন ইমরান খান৷  

আরও পড়ুন- তালিবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কে রাজি চিন! ভারতে কতটা প্রভাব

এদিকে প্রেসিডেন্ট প্রাসদ আপাতত তালিবানের দখলে৷ যে ঘরে সোফা সেটে বসে বিদেশি নেতাদের অভ্যর্থনী জানাতেন আশরফ গনি, সেই সোফা সেটে পা তুলে বসে রয়েছেন তালিবাম সৈনিকরা৷ কেই আবার গালিচায়৷ রবিবার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের বিশাল ‘লন’ আর ‘পাবলিক হল’-এর ইতিউতি ছড়িয়ে-ছিটিয়ে ভোজে বসেতে দেখা যায় তালিবান যোদ্ধাদের।  সকলের হাতেই অস্ত্র৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 3 =