হেস্টিংসে BJP-র দফতরের বাইরে আতসবাজি-আবীরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

হেস্টিংসে BJP-র দফতরের বাইরে আতসবাজি-আবীরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

কলকাতা:  কিছু দিন আগেও কর্মী সমর্থকদের সমাগমে গমগম করত হেস্টিংসে বিজেপি’র নির্বাচনী কার্যালয় আগরওয়াল হাউজ৷ ফল ঘোষণার পর সেখানে এখন নিস্তব্ধতা৷ স্থানীয় সমর্থকরা কেউ আসেনি৷ যে সকল নেতারা এখানে সকালে এসেছিলেন, তাঁরা সকলেই বেড়িয়ে গিয়েছেন৷ চলে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়৷ তবে এখানে যে ছবি ধরা পড়ছে, সেটা হল দফায় দফায় এখানে বিজয় উল্লাস করতে আসছেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ 

আরও পড়ুন- বদলাচ্ছে ‘গেম’, ১১ রাউন্ড গণনার পর ৩ হাজারের বেশি ভোটে লিড নিলেন মমতা

হেস্টিংসের অফিসের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে৷ যাতে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিতরে ঢুকতে না পারেন৷ দফায় দফায় এখানে উপস্থিত হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা৷ এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে৷ তবে ব্যারিকেডের বাইরেই দফায় দফায় তৃণমূলের কর্মী সমর্থকরা জড়ো হচ্ছেন৷ এখানে পটকা ফাটানো হচ্ছে৷ উড়ছে তৃণমূলের পতাকা৷ চলছে তাঁদের নাচ৷ উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তৃণমূল সমর্থকরা৷ চলছে সবুজ আবীর খেলা৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =