বদলাচ্ছে ‘গেম’, ১১ রাউন্ড গণনার পর ৩ হাজারের বেশি ভোটে লিড নিলেন মমতা

বদলাচ্ছে ‘গেম’, ১১ রাউন্ড গণনার পর ৩ হাজারের বেশি ভোটে লিড নিলেন মমতা

নন্দীগ্রাম:  আজ সকাল থেকেই রাজ্য তথ্য গোটা দেশের নজর আটকে যে কেন্দ্রে, সেটা হল নন্দীগ্রাম৷ হাইভোল্টেজ এই কেন্দ্র শেষ হাসি হাসবে কে, তা জানতে মুখিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল৷ অধীরর আগ্রহে আমজনতা৷ এই কেন্দ্রে শুরু থেকেই এগিয়ে ছিলেন শুভেন্দপ অধিকারী৷ একা সময় ৮ হাজারেও বেশি ভোটে লিড নিয়ে নিয়েছিলেন তিনি৷ কিন্তু বেল বাড়তে ঘুরল ট্রেন্ড৷ নন্দীগ্রামে ১৫ রাউন্ড ভোট গণনার পর ৮ হাজার ভোটে শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বঙ্গ ভোটের ‘সিকান্দার’ সেই পিকে, বিজেপি এবার ফিকে!

গোটা রাজ্যে একের পর এক কেন্দ্রে তৃণমূল এগিয়ে গেলেও চিন্তা ছিল নন্দীগ্রামকে নিয়ে৷ তবে সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের আশা, শেষ পর্যন্ত জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ তাদের বক্তব্য ছিল, আপাতত পিছিয়ে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জিতবেন৷ কারণ এখনো পর্যন্ত নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে গণনা শেষ হয়েছে। ১ নম্বর ব্লকে এখনো গণনা শুরু হয়নি। সেখানের গণনা শুরু হলেই খেলা বদলে যাবে নন্দীগ্রামে৷ কার্যত এবার খেলা বদলাতে শুরু করল৷ দেখা যাক শেষ হাসিটা কে হাসেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =