CAA নিয়ে রাষ্ট্রপুঞ্জে যাওয়ার কথা বলেন, বাংলাদেশ নিয়ে চুপ কেন? মমতাকে তোপ সুকান্তর

CAA নিয়ে রাষ্ট্রপুঞ্জে যাওয়ার কথা বলেন, বাংলাদেশ নিয়ে চুপ কেন? মমতাকে তোপ সুকান্তর

কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির৷ বুধবার এই বিষয়ে নিজের উষ্মা প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ‘রাজ্য সরকারের ভূমিকায় আমরা অসন্তুষ্ট৷ মুখ্যমন্ত্রীর উচিত এ বিষয়ে বিবৃতি দেওয়া৷’

আরও পড়ুন- ‘শুধু যেন দেখনদারি না হয়’, মহিলাদের ৪০% টিকিট দেওয়া নিয়ে কংগ্রেসকে খোঁচা তৃণমূলের

প্রসঙ্গত, বুধবারই বালুরঘাট থেকে কলকাতায় ফেরেন রাজ্য বিজেপি সভাপতি। শিয়ালদহ স্টেশনে সংবাদমাধ্যমকে  সুকান্ত মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে কী কথা বলেছেন, ভবিষ্যতে ঠিকই জানতে পারবেন৷ কিন্তু যেখানে আমাদের দেশে একটি আইন সিএএ নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী বলতে পারেন রাষ্ট্রসংঘে যাব, সেখানে তাঁর পার্শ্ববর্তী দেশ যেখানে নাকি বাঙালিরাই থাকে, সেখানে এত বড় একটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলছেন না এটা খুবই চিন্তার বিষয়৷’

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে আছেন কেন, সেই প্রশ্ন তুলেছিল তৃণমূল। দলের মুখপত্র জাগো বাংলায় প্রধানমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তোলা হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কুৎসিত রাজনীতি করছে। সেই রেশ টেনে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে কী কথা বলেছে না বলেছে আপনারা ভবিষ্যতে ঠিক জানতে পারবেন।’  

অষ্টমীর দিন কুমিল্লায় অশান্তির সূত্রপাত হয়৷ সেখান থেকে প্রায় গোটা বাংলাদেশে অশান্তি ছড়িয়ে পড়ে। যাতে আরও উস্কানি দেয় সোশ্যাল মিডিয়ার অপপ্রচার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবশ্য জানিয়েছেন আসল দোষীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =