‘শুধু যেন দেখনদারি না হয়’, মহিলাদের ৪০% টিকিট দেওয়া নিয়ে কংগ্রেসকে খোঁচা তৃণমূলের

‘শুধু যেন দেখনদারি না হয়’, মহিলাদের ৪০% টিকিট দেওয়া নিয়ে কংগ্রেসকে খোঁচা তৃণমূলের

কলকাতা: উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া৷ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে কংগ্রেস৷ কিন্তু বিঁধতে ছাড়ল না তৃণমূল৷ খোঁচা দিয়ে তৃণমূলের টুইট, আশা করব এই ঘোষণা শুধু দেখনদারির জন্য হবে না৷ কংগ্রেসের সিদ্ধান্ত ঐতিহাসিক নয়, তৃণমূলকে অনুসরণ করছে বলেও তোপ দেগেছে দলীয় নেতৃত্ব৷ 

আরও পড়ুন- বালিগঞ্জে জোড় খুন মামলায় ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার দুই

প্রসঙ্গত, এই প্রথম জাতীয় স্তরের কোনও দল ভোটে মহিলাদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করল৷ উত্তরপ্রদেশ ভোটের আগে যা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ কিন্তু এদিন রাজ্যের শাসক দলের তরফে টুইট করে বলা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমাদের দেশে রাজনীতিতে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসই লোকসভা ভোটে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দিয়েছিল।”  

এখানেই শেষ নয়৷ খোঁচা দিয়ে তৃণমূলের তরফে আরও বলা হয়, ‘‘এমন ভয়াবহ সময়ে স্পষ্টতই বোঝা যাচ্ছে কংগ্রেস আমাদের অনুসরণ করার চেষ্টা করছে। আশা করব এই প্রয়াস শুধুই দেখনদারি নয়। তারা যদি সত্যই এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ আসনে প্রার্থী করা হবে।’’

মিশন ২৪-এর লক্ষ্যে বিজেপিকে হঠাতে তৃণমূল ও কংগ্রেসের জোট জল্পনা একাধিকবার উস্কে উঠেছে৷ নিজেদের মুখপত্র ‘জাগো বাংলা’য় সরাসরি জোট নিয়ে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছে তৃণমূল। কিন্তু সম্প্রতি কংগ্রেসের একাধিক পদক্ষেপে বারবার তাদের বিঁধেছে ঘাস ফুল শিবির৷ কড়া সমালোচনায় মুখর হয়েছে রাজ্যের শাসক দল৷ বুঝিয়ে দিয়েছে, জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদী একমাত্র বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরপ্রদেশ নির্বাচনের আগে কংগ্রেসের ঘোষণা নিয়েও প্রকাশ্যে এল চাপানউতোর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =