ফের তুমুল বিক্ষোভের মুখে সুজাতা, গাড়িতে ঘেরাও, চলল ইট বৃষ্টি

ফের তুমুল বিক্ষোভের মুখে সুজাতা, গাড়িতে ঘেরাও, চলল ইট বৃষ্টি

আরামবাগ:  আরামবাগের আরান্ডি গ্রামে আক্রান্ত হওয়ার পর ফের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ৷ আরান্ডি থেকে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করে গ্রামবাসীরা৷ দেখানো হয় বিক্ষোভ৷ 

আরও পড়ুন-  সর্বোচ্চ হার হুগলিতে! বেলা ৩ টে পর্যন্ত পড়ল প্রায় ৭০% ভোট

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপেই গ্রাম থেকে বেরচ্ছিলেন সুজাতা৷ কিন্তু সেই সময় ফের শুরু হয় বিক্ষোভ৷ লাঠি নিয়ে তাঁর গাড়ির দিকে তেড়ে যান মহিলারা৷ এর আগে বাঁশ নিয়ে তাড়া করা হয়েছিল তাঁকে৷ তাঁর মাথায় বাঁশের আঘাত লেগেছে৷ তাঁকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী৷ গ্রাম থেকে ফেরার পথে ফের বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ কেন্দ্রীয় পুলিশ বাহিনী উত্তেজিত গ্রামবাসীকে কোনও মতে সামাল দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা করে দেয়৷ কিন্তু সুজাতার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন মহিলারা৷ তেড়ে আসে গ্রামের মানুষ৷ ঝড়ের গতিতে গাড়ি গ্রামের রাস্তা ছেড়ে বেড়িয়ে যায়৷ এই ঘটনায় বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে ফোন করা হয়েছে৷ এই ঘটনায় কমিশনে নালিশ করেছে তৃণমূল৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে৷  

আরও পড়ুন- বাড়িতে ঢুকে বিজেপি’র মহিলা মোর্চা নেত্রীর বাবাকে কোপ, অভিযুক্ত তৃণমূল

এদিকে মহিলা সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে৷ মারধর করে তৃণমূল প্রার্থীরাই৷ সুজাতার স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘‘ওই বুথে ১০ বছর ধরে ভোট দিতে পারেনি মানুষ৷ ওই কেন্দ্রে প্রার্থীর দাদাগিরি করা উচিত হয়নি৷ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে৷’’  এর আগে সুজাতা আরান্ডি গ্রামে ঢোকার চেষ্টা করলেও তাঁর গাড়ির উপর হামলার চেষ্টা হয়৷ লাঠি-বাঁশ নিয়ে তাঁকে রীতিমতো তাড়া করা হয়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 10 =