কলকাতা: বেলা বাড়তেই ভোট শতাংশের হার বাড়ছে আগের দুই দফার মতই। বাংলার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট পড়বে বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৭.২৪ শতাংশ। সর্বোচ্চ ভোটের হার হুগলি জেলায়। সেখানে ইতিমধ্যে ভোট পড়েছে ৬৯.৫০ শতাংশ। বাকি দুই জেলা হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে যথাক্রমে ৬৮.৩৮ শতাংশ এবং ৬৫.৫৯ শতাংশ।
বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফায় ভোট শতাংশের বড় ছিল প্রায় ৮৫ শতাংশের কাছাকাছি। তৃতীয় দফাতে সেই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করছিল রাজনৈতিক মহল। তাই আপাতত যে হারে ভোট শতাংশ বৃদ্ধি হচ্ছে তাতে হলফ করে বলা যায়, প্রথম দুই দফার মতোই তৃতীয় দফায় ভোট শতাংশ দিনের শেষে আগের দুই দফার মত হতে চলেছে। এদিকে প্রথম দুই দফার মতো তৃতীয় দফাতেও বাংলায় রাজনৈতিক হিংসা ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। কোথাও ভোট লুট করার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কোথাও প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে একে অপরের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচনী জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন। সব মিলিয়ে বাংলার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট পর্বও সরগরম।