পোলিওতে অকেজো ডান পা, প্যারালিম্পিক্সে রুপো জয় IAS সুহাসের

পোলিওতে অকেজো ডান পা, প্যারালিম্পিক্সে রুপো জয় IAS সুহাসের

টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের৷ রবিবার সকালেই লেখা হল রুপোলি অধ্যায়৷ ব্যাটমিন্টনে রুপো জিতলেন সুহাস যথীরাজ৷ প্রসঙ্গত এই বারই প্রথম  প্যারালিম্পিক্সে যুক্ত হয়েছে ব্যাটমিন্টন৷ আর তাতেই তিনটি পদক এল ভারতের ঝুলিতে৷ 

আরও পড়ুন- প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় বাংলার মনোজের

পোলিওয়ে ডান পা হারিয়েছিলেন যথীরাজ৷ কিন্তু জীবনের কঠিন চ্যালেঞ্জ হাসিমুখে জয় করেন এই আইএএস৷ ২০০৭ সালে আইএএস হন তিনি৷ বর্তমানে তিনি উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক ৷ এদিন গোল্ড মেডেল ম্যাচে ২১-১৫ জিতে শুরু করেছিলেন যথীরাজ। তবে দারুণ ভাবে ম্যাচে কামব্যাক করেন ফ্রান্সের লুকাস মাজুর৷ ১৭-২১ ও ১৫-২১ ব্যবধানে পরপর দুটি গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে লড়াইটা টক্করের হলেও গেম জিতে ম্যাচে ফেরেন ফরাসি শাটলার। শেষ সেটে এক সময় তিন পয়েন্টের লিড পেয়ে গিয়েছিলেন সুহাস যথীরাজ৷ কিন্তু সেটা হাতছাড়া করে ফেলেন তিনি। ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় শাটলারকে৷ উল্লেখ্য, গ্রুপ পর্বেও লুকাস মাজুরের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন সুহাস৷ 

আরও পড়ুন- ‘ট্রেনিংয়ের সঙ্গে যৌন জীবন ব্যালেন্স করেন কী ভাবে?’ জবাবে যা বললেন নীরজ..

ভারতীয় এই শাটলারের স্ত্রী ঋতু ২০১৯ সালে অংশ নিয়েছিলেন মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায়৷ তিনি ছিলেন উত্তরপ্রদেশের প্রতিনিধি৷ তাঁদের দুটি সন্তান রয়েছে৷ একটি পাঁচ বছরের মেয়ে ও দুই বছরের ছেলে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =