মৃত্যুর আগের দিনেও কেবিনে বসে ফাইলে সই করেছেন ‘কাজ পাগল’ সুব্রত

মৃত্যুর আগের দিনেও কেবিনে বসে ফাইলে সই করেছেন ‘কাজ পাগল’ সুব্রত

 কলকাতা:  হাসপাতালে ভর্তি হওয়া সময়েও কর্মময় জীবনে ছেদ পড়েননি তাঁর৷ উডবার্ন ওয়ার্ডের কার্ডিওলজি কেবিনে চেয়ারে বসেও দফতরের ফাইলে সই করেছেন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ হাসপাতালে বসেই কর্মস্রোতে ভাটা পড়েনি৷ 

আরও পড়ুন- না ফেরার দেশে ‘প্রিয়-সোমেন-সুব্রত’ জুটি! বাংলার রাজনৈতিক আকাশে শোক

হাসপাতালে ভর্তির পর একেবারেই কাজ করার পরিস্থিতিতে ছিলেন না৷ ১ নভেম্বর তাঁর অস্ত্রপচার হয়৷ কার্ডিওলডি বিভাগের আইসিসিইউ থেকে বার করে তাঁকে ১ নম্বর কেবিনে দেওয়ার পর অনেকটাই সুস্থ বোধ করছিলেন তিনি৷ এমনকী দফতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও তিনি হাসপাতালে আনিয়েছিলেন। কেবিনে বসে পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কথাবার্তা বলার ফাঁকে তিনি কাজও সেরে নিতেন৷  শেষ ক’দিন ফাইলে চোখ বোলানো ও তাতে সইও করেছিলেন তিনি৷ বরাবরই কাজ পাগল মানুষ বলে পরিচিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ মৃত্যুর আগের দিনও কাজ করেছেন তিনি৷ বুকে দু’টি স্টেন্ট বসার পরেও দফতরের জনস্বার্থবাহী বেশ কয়েকটি জরুরি ফাইল স্ক্রুটিনি করে, খতিয়ে দেখে তবে ছেড়েছেন তিনি।

সুব্রত ঘনিষ্ঠরা বলেন, আড্ডার সময় সদারসিক, কৌতুকপ্রিয়, মজার মানুষ ছিলেন সুব্রত৷ কিন্তপ দফরের কাজের সময় তিনি সম্পূর্ণ অন্য মানুষ৷ নিজের দফতরকে চিনতেন হাতের তালুর মতো৷ আক্ষরিক অর্থেই তিনি ছিলেন ‘কাজপাগল’। আদ দুপুর ২টো পর্যন্ত রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জনানো হবে তাঁকে৷ এর পর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বিভিন্ন এলাকা৷ আধঘণ্টা বিধানসভাতেও রাখা হবে তাঁর মরদেহ৷ কেওরাতলা শ্মশানে শেষকৃত্য হবে সুব্রত মুখোপাধ্যায়ের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =