রুদ্ররূপে সমুদ্র, প্রবল জলোচ্ছ্বাসে জলমগ্ন দীঘা-মন্দারমনি, অবিরাম বৃষ্টি ঝাড়গ্রামে

রুদ্ররূপে সমুদ্র, প্রবল জলোচ্ছ্বাসে জলমগ্ন দীঘা-মন্দারমনি, অবিরাম বৃষ্টি ঝাড়গ্রামে

দীঘা: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ৷ বালেশ্বর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়৷ দীঘা থেকেও ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে যশ৷ সকাল ১০ টা নাগাদ ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে এখন থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছে দীঘা৷ রুদ্রমূর্তি ধারণ করেছে সমুদ্র৷ ধামড়াতেও প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি৷  

আরও পড়ুন- প্রবল জলোচ্ছ্বাস দিঘায়, ঝড় আছড়ে পড়ার আগে ক্রমেই উত্তাল সমুদ্র!

সকাল থেকেই দীঘার বিভিন্ন জায়গায় হু হু করে জল ঢুকতে শুরু করেছে৷ জলে ভেসে যাচ্ছে মোটরবাইক৷ সংবাদমাধ্যমের কর্মীদের গাড়িও জলের তোড়ে উল্টে গিয়েছে৷ গার্ডওয়াল টপকে ঢুকছে সমুদ্রের জল৷ যশ আছড়ে পড়ার আগেই এক হাটু জল দীঘা শহরে৷ জলার তলায় সৈকত লাগোয়া দোকানগুলি৷ স্থানীয়রা বলছেন, সমুদ্রের এমন উত্তাল ঢেউ তাঁরা দীর্ঘদিন দেখেননি৷ জলমগ্ন রাস্তা৷ জলস্তর বাড়ছে হু হু করে৷ মন্দানমনিতেও প্রবল জলোচ্ছ্বাস৷ সেখানেও প্রবল বেগে জল ঢুকতে শুরু করেছে৷ গতকাল যদি ট্রেলার হয়ে থাকে, তাহলে আজ সেই ছবি স্পষ্ট৷ নিউ দীঘা এবং ওল্ড দীঘা উভয় জায়গাতেই বোল্ডার ছাপিয়ে জল ঢুকে পড়ছে৷ দেখা গিয়েছে প্রবল জলোচ্ছ্বাস৷ 

এদিকে ল্যান্ডফল হওয়ার পর ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে যাবে যশ৷ গতকাল রাতভোর বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে৷ গতকাল সন্ধের পর থেকে নদীর পাড়ে যাঁরা রয়েছেন তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে৷ বিভিন্ন শিবিরে তাঁরা আশ্রয় নিয়েছেন৷ এখানেও টানা বৃষ্টি হচ্ছে৷ আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে৷ জঙ্গলমহলে প্রচুর গাছ রয়েছে৷ তাই স্থানীয় প্রশাসন মনে করছে এখানে এই ভাবে বৃষ্টি হতে থাকলে আর ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হলে প্রচুর গাছ ভেঙে পড়বে৷ ভেঙে পড়বে কাঁচা বাড়ি৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *