কলকাতা: বুধবার সকালেই বাংলার স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ। তার আগেই বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। সকাল থেকেই চলছে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি। অন্যদিকে ঝড় আসার আগেই পূর্ব মেদিনীপুরের দিঘা ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল এলাকায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আগামীকাল আরও বাড়বে জলের পরিমাণ।
আবহাওয়াবিদদের মতে, এই জলোচ্ছ্বাস ৪ মিটার পর্যন্ত হতে পারে। স্থলভাগে ঝড় আছড়ে পড়ার সময় জলস্তর বাড়বে এবং জলোচ্ছ্বাস সব থেকে বেশি দেখা দিতে পারে পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যেই মৌসম ভবন পূর্ব মেদিনীপুরের জন্য লাল সতর্কবার্তা ও দক্ষিণ ২৪ পরগনার জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে। আজ সকাল থেকেই দিঘায় চালানো হয় চূড়ান্ত সতর্ক বার্তা, এমনকি মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়। আজ সকালেই ঝড় সামাল দিতে দিঘায় পাঠানো হয়েছে ৭০ জন সেনার দল।
গতকাল থেকেই জানানো হয়েছিল ঝড়ের দাপটে লন্ডভন্ড হতে পারে সামুদ্রিক এলাকা। আর এই খবর মিলতেই তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়।তাই সরকার তরফে দিঘায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধা সামরিক বাহিনী। সূত্রের খবর অতিরিক্ত ১০টি জাতীয় বিপর্যয় মোকবিলা টিম নিয়ে মোট ৪৫টি টিম রাজ্যে মোতায়েন করা হয়েছে।পুলিশি তরফে প্রত্যেক গ্রামবাসীদের নদী থেকে নিরাপদ দূরত্বে সরানোর ব্যবস্থাও চলছে। ঝড়ে জল বাড়ার সম্ভাবনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। তবে তাদের নিরাপদ দূরত্বেই সরিয়ে রাখা হয়েছে।