পুলিশের কর্তব্যে গাফিলতি সহ্য করা হবে না, জেলা শাসককে কড়া বার্তা পুলিশ পর্যবেক্ষকের

পুলিশের কর্তব্যে গাফিলতি সহ্য করা হবে না, জেলা শাসককে কড়া বার্তা পুলিশ পর্যবেক্ষকের

কলকাতা:  দক্ষিণ ২৪ পরগণার জেলা প্রশাসনকে বার্তা দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিকাশ দুবে ও অজয় নায়েক৷ পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া পাশাপাশি জানালেন ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে কমিশন৷ এছাড়াও জেলায় করোনা বিধি মানা হচ্ছে না বলেও জানালেন তাঁরা৷

আরও পড়ুন- ক্ষমতায় এলে হবে স্বচ্ছ নিয়োগ, স্থায়ী চাকরি, বাড়বে বেতন, আশ্বাস মোদীর

জানা গিয়েছে প্রয়োজনে কুইক রেসপ্ন টিম বা কিউআরটি–র সংখ্যা বাড়ানো হতে পারে৷ প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তিনটি করেও কিইআরটি টিম রাখা হতে পারে৷ অন্যদিকে এটাও বলা হয়েছে, পুলিশকে নিজের কাজ করতে হবে৷ কর্তব্যে গাফিলতি মানা হবে না৷ এর আগেও বিরোধী  দলের প্রতিনিধিরা তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন৷ তাঁদের অভিযোগ, ক্যানিং, বজবজ সহ বিভিন্ন জায়গায় পুলিশ ঠিক মতো কাজ করছে না৷ সেক্ষেত্রে তাঁদের প্রচারে অসুবিধা হচ্ছে৷ এর পরিপ্রেক্ষিতেই বলা হয়, কর্তব্যে গাফিলতি সহ্য করা হবে না৷ ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে কমিশন৷ অবশ্যই এলাকায় টহলদারি বাড়াতে হবে৷ এই সকল এলাকায় করনো বিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ৷ সঠিক ভাবে করোনা বিধি মানার কথাও বলা হয়৷ প্রয়োজনে সেক্টর অফিসে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে৷ এবং ভোটের ৭২ ঘণ্টা আগে থেকেই প্রতি মুহূর্তের আপডেট দিতে হবে৷ 

আরও পড়ুন- ভোট এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি! গড়বেতায় খুনও‌ কমেছে, তথ্য দিলেন মমতা

অন্যদিকে, গতকালই আরও এক বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা রাজ্যে এসেছেন৷ আজ নবান্নে যান তিনি৷ মুখ্যসচিবের সঙ্গে বৈকও করেন৷ এর আগে বিবেক দুবে এবং অজয় নায়েকও নবান্নে গিয়ে বৈঠক করেছিলেন৷ আজ অনিল কুমার নবান্নে বৈঠক করলেন৷ প্রসঙ্গত, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পরই আরও এক পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে পাঠায় নির্বাচন কমিশন৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সাধারণ পর্যবেক্ষক ছিলেন ১৭০ জন, ৭৩ জন ছিলেন এক্সপেন্ডিটার অবসার্ভার৷ পাশাপাশি বিশেষ পুলিশ পর্যবেক্ষক ছিলেন ৩২ জন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =