গড়বেতা: নির্বাচন না আসা পর্যন্ত বিজেপি কি করে আর নির্বাচন এলে কি করে, তার একটা স্পষ্ট চিত্র এদিন গড়বেতার জনসভা থেকে তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, নির্বাচনের আগে বিজেপি গ্যাস বেলুন দেয়, আর নির্বাচন এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে। বাইরের রাজ্য থেকে একাধিক বহিরাগত নেতারা বাংলায় আসছে এবং টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বলে এদিন তোপ দাগেন তিনি। একই সঙ্গে, গড়বেতায় এর আগে কত মানুষ খুন হত আর এখন কত হয়, তার তথ্য দেন মমতা।
এদিন মমতা বলেন, আগে এখানে মাওবাদী উৎপাত ছিল, বছরে কমপক্ষে ৩০০ জন খুন হত। কিন্তু এখন এখানে এসব কিছুই হয় না বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, গড়বেতায় এখন অনেক আলু চাষী রয়েছেন যাদের সরকার সাহায্য করে। একইসঙ্গে আগামী দিনে এক ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার কথা এদিন ফের মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি এবং তাদের নেতাদের আক্রমণ করে তিনি বলেন, ভোটের আগে বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন নিয়ে ঘোরে, আর ভোটের সময় ক্যাশ বেলুন। বাইরে থেকে লোক এনে বিজেপি ভয় দেখাচ্ছে বাংলায় এবং টাকা দিয়ে ভোট লুট করার চেষ্টা করছে তারা বলে অভিযোগ করেছেন মমতা। জনসভায় আগত সকলের উদ্দেশ্যে তাঁর একটাই বার্তা, ভোট লুট করতে এলে বিজেপির নেতাদের দিকে জনসভায় হাতা-খুন্তি নিয়ে তেড়ে যান।
আরও পড়ুন- ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আহত ৩
বাংলা তথা ভারতের কৃষকদের জন্য বিপদ সৃষ্টি করেছে বিজেপি বলেও এদিন সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি শুধু ভাঙ্গা এবং ভাগাভাগি করতে চায়। জ্বালানির দাম বৃদ্ধি করে দিয়ে, গ্যাসের দাম বৃদ্ধি করে দিয়ে সাধারণ মানুষের জীবন নাজেহাল করে দিয়েছে তারা। মমতা আরো মন্তব্য করেন, যারা বলছে যে বাংলায় কিছুই হয়নি তাদের মনে করিয়ে দিতে হবে যে, বাংলায় ৪০ শতাংশ দারিদ্র্য কমেছে। এই প্রসঙ্গে তিনি বিজেপিকে একটি সর্বনাশা রাজনৈতিক দল বলে তোপ দাগেন।