পুজোয় অনলাইন বাজার ধরতে বিভিন্ন ই-কমার্স সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাজ্য

পুজোয় অনলাইন বাজার ধরতে বিভিন্ন ই-কমার্স সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাজ্য

কলকাতা:  করোনা আবহে গত বছর ভেস্তে গিয়েছিল পুজোর আনন্দ৷ পুজো ছিল জৌলুসহীন৷ এবারও রয়েছে করোনার দাপট৷ তবে পুজোর গন্ধ মেখে নতুন বস্ত্র গায়ে তোলার অপেক্ষায় রয়েছে আপামার বাঙালি৷ কিন্তু অতিমারী পরিস্থিতিতে অনলাইনে পুজোর বাজার ধরতে প্রথম সারির বিভিন্ন ই-কমার্স সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাজ্যের ক্ষুদ্র শিল্প ও বস্ত্র দফতর।

আরও পড়ুন- নাম বদলে ‘মাদার ডেয়ারি’ এবার ‘বাংলা ডেয়ারি’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর বাজার ধরতে তন্তুজ, তন্তুশ্রী, মঞ্জুষার মত সরকারি তাঁত সমবায়ের নিজস্ব ওয়েবসাইট তো থাকছেই৷ পাশাপাশি ফ্লিপকার্ট, অ্যামাজন এর মত ই-কমার্স ওয়েবসাইট গুলিকেও ব্যবহার করে ওই সব সংস্থার উৎপাদিত পণ্য বিপণনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু শাড়ি বা অন্যান্য পোশাকই নয়, ই-কমার্স সংস্থায় মিলবে তন্তুজ, তন্তুশ্রী, মঞ্জুষার তৈরি ঘর সাজানোর নানা জিনিসপত্রও৷  অনলাইনে বাড়িতে বসেই এই সকল পণ্য কিনতে পারবেন ক্রেতারা এমনটীই জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- কবে থেকে চলবে লোকাল ট্রেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, গত বছর লকডাউনের জেরে শোরুম থেকে ব্যবসা মার খেলেও তন্তুজ অনলাইনে ৩৪ লক্ষ টাকার ব্যবসা করেছে। এর ৮০ শতাংশই এসেছে শাড়ি বিক্রি করে। সমস্ত সমবায় মিলিয়ে গত বছর ২.৭ কোটি টাকার সামগ্ৰী বিক্রি হয়েছে বলে মন্ত্রী জানান। এবছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৭৫ লক্ষ টাকার সামগ্ৰী বিক্রি হয়েছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 15 =