নাম বদলে ‘মাদার ডেয়ারি’ এবার ‘বাংলা ডেয়ারি’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাম বদলে ‘মাদার ডেয়ারি’ এবার ‘বাংলা ডেয়ারি’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা:  দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা ‘মাদার ডেয়ারি’র নাম বদলে ‘বাংলা ডেয়ারি’ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়৷ বাংলার গরুরা দুধ দেয়৷ চাষীরা দুধ উৎপাদন করে৷ তাহলে বাংলা ডেয়ারি করা হবে না কেন?’’ 

আরও পড়ুন- কবে থেকে চলবে লোকাল ট্রেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এর আগেও এই বিষয়ে অনেকবার বলা হয়েছে৷ প্রধান সচিব এবং মুখ্যসচিবের  সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা এতদিন মাদার ডেয়ারির নামেই কাজ চালাতাম৷ তবে এবার থেকে মাদার ডেয়ারির নামে আর চালানো হবে না৷ এবার থেকে বাংলা ডেয়ারি হিসাবেই চালানো হবে৷ এর জন্য কিছুটা সময় নেওয়া হয়েছে৷’’ তাঁর কথায়, ‘‘বাংলা ডেয়ারি বাংলার সঙ্গে সম্পর্কিত। এখন মাদার ডেয়ারি নামেই চলছে। কিন্তু আর চালাব না।’’ অনেকেই মনে করছেন, বিশ্ব বাংলা ব্র্যান্ডের আওতাতেই নিয়ে আসা হবে বাংলা ডেয়ারিকে৷ 

আরও পড়ুন- ‘দুয়ারে’ জন জোয়ার, ‘ভিড় করবেন না, সময় আছে,’ আর্জি মমতার

পাশাপাশি এদিন ডিম, মাথ, মাংস উৎপাদন বাড়ানোর উপরেও জোড় দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রাজ্যে পোলট্রি সংখ্যা বাড়াতে হবে৷ হাঁস-মুরগির পোলট্রিকে অগ্রাধিকার দেওয়া হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 11 =