কিছু গদ্দার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে, কটাক্ষ মমতার

কিছু গদ্দার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে, কটাক্ষ মমতার

লালগড়:  লালগড় থেকে বিজেপি’র বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে। বিজেপি’র লুঠেরারা এলে রুখে দাঁড়ান৷ বিজেপি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পার্টি৷ তারা হল অপশাসনের ফ্যাক্টর৷ তাই বিজেপি’র বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়াতে হবে৷  

আরও পড়ুন-  করোনা টিকা চাইছি, কিন্তু মোদী দিচ্ছে না! বিস্ফোরক অভিযোগ মমতার

এদিন মমতা বলেন, যখন ঝাড়গ্রামে রক্ত ঝরেছিল, সেই সময় মহাশ্বেতাদিকে নিয়ে এখানে বৈঠক করেছিলাম৷ গোপীবল্লভপুরে এক সময় সিপিএম-এর আখড়া ছিল৷ যারা বিজেপি’র বিরুদ্ধে লড়াই করতে চান, তাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন৷ সিপিএম-কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না৷ বিজেপি ২ বছরে কোনও কাজ করেনি৷ কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর ৩২ হাজার ছেলে মেয়েকে হোমগার্ডের চাকরি দিয়েছে৷ তাদের অনেকেই আজ জুনিয়র কনস্টেবল৷ 

মুখ্যমন্ত্রী বলেন, আমাকে বহুবার মারা হয়েছে৷ এবার পা ভেঙে দেওয়া হল৷ কিন্তু আমার পায়ের যন্ত্রণা ততটা কষ্ট দেয় না, যতটা মানুষের দুঃখ-কষ্ট দেখে যন্ত্রণা হয়৷ তাই আরও দ্বিগুণ শক্তি দিয়ে লড়তে হবে৷ এটা একটা বড় রাজনৈতিক যুদ্ধ৷ আমার প্রচার বন্ধ করতে নানারকম ষড়যন্ত্র করা হয়েছে৷ বিজেপিকে ভারতবর্ষ থেকে সরাতে হলে বাংলা থেকে লড়াইয়ের ডাক দিতে হবে৷ 

আরও পড়ুন-  বাড়ি বসেই মিলবে সব প্রকল্পের সুবিধা, দোড়গোড়ায় রেশন, আশ্বাস মমতার

তাঁর কথায়, দু’একজন গদ্দার টাকা দিয়ে ভোট কেনবার চেষ্টা করবে৷ টাকা দিলে মনে রাখবেন এটা আপনার টাকা৷ বিজেপি’র নয়৷ টাকা দিলেও ভোট দেবেন না৷ কারণ আপনাকে আপনার ধর্ম করতে দেওয়া হবে না৷ আপনাকে বলতে হবে জয় শ্রীরাম৷ জয় সিয়ারাম বলতে পারবেন না৷ রোজ কোটি কোটি টাকা নিয়ে আসছে বিজেপি৷ ভোটের চার পাঁচ দিন আগে বহিরাগত গুন্ডারা রেলে চেপে, গাড়িতে চেপে আসবে আর ভোট লুঠ করে নিয়ে যাবে৷ আপনার ভোট লুঠ হলে আপনার ঘরও লুঠ হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =