গোপীবল্লভপুর: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এর আগেও কেন্দ্র এবং রাজ্য সরকার মতবিরোধ হয়েছে। অপরিকল্পিত লকডাউন করা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন। এবার করোনাভাইরাস টিকা নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এদিন গোপীবল্লভপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করে বললেন, তিনি করোনাভাইরাস টিকা চাইছেন কিন্তু নরেন্দ্র মোদী তা দিচ্ছেন না!
এদিন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বিনা মূল্যে প্রত্যেক রাজ্যবাসীকে করোনাভাইরাস টিকা দিতে চান। এর জন্য ইতিমধ্যেই চিঠি লিখে কেন্দ্রীয় সরকারের কাছে করোনাভাইরাস টিকা চেয়েছেন তিনি। কিন্তু মমতার অভিযোগ, করোনা ভাইরাস সংক্রমণ আবার বাড়তে থাকলেও কেন্দ্রের বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী টিকা দিচ্ছেন না! এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সরকারকে আক্রমণ করে মমতা বলেন, বিহার নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যের সকলকে বিনা পয়সায় টিকা দেবে। কিন্তু সেই টিকা আজ পর্যন্ত কেউ পায়নি। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয় বলে এদিন ফের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি দাবি করেন, তিনি রাজ্যের সকলকে বিনা পয়সায় টিকা দেবেন বলে বলেছেন। কিন্তু বিজেপি শুধু ভাষণ দিয়ে যাচ্ছে এদিকে টিকা পাঠাচ্ছে না।
আরও পড়ুন- আগে সিপিএম মারত, এখন বিজেপি মারে! মন্তব্য মুখ্যমন্ত্রীর
এদিন মমতার আরও অভিযোগ, বিজেপি কাউকে ৫০০ টাকা দিচ্ছে মিছিলে যাবার জন্য, আবার কাউকে ৫০০০ টাকা দিচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। কিন্তু মনে রাখতে হবে এটা বিজেপির টাকা নয়, সাধারণ মানুষের টাকা। ভারতীয় জনতা পার্টি শিবিরকে আক্রমণ করে মমতা মন্তব্য করেন, বিজেপি বাংলার ব্যাপারে কিছুই জানো না এবং বাংলাকে নিয়ে তারা একেবারেই চিন্তিত নয়। লোকসভা নির্বাচনে এখানে জিতেছে কিন্তু তারপরে দু বছর হয়ে গেলেও কোনো কাজ করেনি। মমতার দাবি, বিজেপি একেবারে শূন্য তাই আসন্ন নির্বাচনে তাদের আবার শূন্য করে দিতে হবে।