কলকাতা: শহর জুড়ে বরফিলা আমেজ৷ যেখানে চোখ যায় সেখানেই সাদা বরফের পুরু আস্তরণ৷ ভিক্টোরিয়া থেকে শ্যামবাজার, সর্বত্রই বরফের গালিচা৷ কলকাতায় জাঁকিয়ে শীত পড়তেই বৃহস্পতিবার এ হেন ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়৷ তবে মন যেন গুনগুনিয়ে ওঠে ‘…হয়ত বরফ পড়বে কলকাতায়’৷ আগামী দিনে সত্যিই কি বাস্তবের ছোঁয়া পাবে বাংলার এই জনপ্রিয় গান? হলে মন্দ হয় না৷
আরও পড়ুন- উত্তুরে হাওয়ার দাপটে রেকর্ড ঠাণ্ডা! এক ধাক্কায় শহরের তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
বরফ পড়ার ইঙ্গিত কিন্তু দিচ্ছেন ভূতত্ত্ববিদ সুজীব কর। তিনি জানাচ্ছেন, চরম উষ্ণায়নের মধ্যে দিয়েই হিমায়নের সূচনা হয়। ১৩০ কোটি বছর আগে ঠিক তেমনটাই হয়েছিল। তিনি মনে করছেন, ভবিষ্যতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তাঁর কথায়, ‘চরম উষ্ণায়নের মধ্যে দিয়েই হিমায়নের সূচনা হয়ে থাকে। অতীতেও তেমনটা ঘটেছে। ভবিষ্যতেও হবে। ক্লাইমেটিক সিস্টেমটা ক্রমশ ক্লোজ সিস্টেমের দিকে এগিয়ে চলেছে। এর অর্থ, জলবায়ু পরিবর্তনের যে পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটাই এবার শেষ হতে চলেছে। আর তা ঘটবে কিছুদিনের মধ্যেই। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাস্তুতন্ত্র।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের এখানে বঙ্গোপসাগর থাকায় কিছুটা স্বস্তি। কারণ, সমুদ্র তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং আবহাওয়াকে উষ্ণ করে। তবে যে হারে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তাতে খুব শীঘ্রই হিমায়নের সূচনা হবে।’
চলতি বছর দার্জিলিং এবং সান্দাকফুতে ভারী তুষারপাত হয়েছে৷ যদিও ফি বছরই এই দুই শহর ঢাকা পড়ে শ্বেতশুভ্র তুষারে৷ কিন্তু দেশের এমনও কিছু শহরে এবার তুষারপাত হয়েছে, যেখানে আগে কোনও দিনও বরফ পড়েনি৷ সেই প্রসঙ্গ টেনেই ভূতত্ত্ববিদ সুজীব কর বলেন, ‘‘এ বছর দার্জিলিং, সান্দাকফু সহ একাধিক জায়গায় তুষারপাতের পরিমাণ বেড়েছে। তবে শুধু ওই এলাকায় নয়, এবার মধ্য ভারতের বেশ কিছু জায়গাতেও তুষারপাত হয়েছে। ঝাড়খন্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু অঞ্চলে বরফ পড়েছে। এসব অঞ্চলে আগে কোনও দিনও তুষারপাত হয়নি। পরবর্তী সময়ে আরও কিছু জায়গায় তুষারপাত হবে।’
তিনি আরও জানান, ‘‘১৩০ কোটি বছর আগে ভারতের ভূখণ্ড ঢাকা ছিল বরফের চাদরে৷ শুধুমাত্র তামিলনাড়ু বাদে বাকি সমস্ত এলাকাই বরফে ঢাকা ছিল। ফলে ইতিহাস ঘাটলে দেখা যাবে অতীতে কলকাতা সহ বাংলাতেও তুষারপাত হয়েছে৷ আগামী ২০-৩০ বছরের মধ্যেই কলকাতায় ফের তুষারপাত হবে। খুব দ্রুত গতিতে জলবায়ুর পরিবর্তন ঘটে চলেছে। এক্ষেত্রে সবার আগে তাপমাত্রা অনেকটা কমে যাবে।’’ এ বছর পুরুলিয়াতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি৷
নতুন বছর পড়তেই জাঁকিয়ে বসেছে শীত৷ শুক্রবার মরশুমের শীতলতম দিন৷ এরই মাঝে গতকাল ভাইরাল হয় কিছু ছবি৷ যেখানে দেখা গিয়েছে, হাওড়া ব্রিজের নীচ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় মোটা বরফের চাঁই৷ ভিক্টোরিয়ার গোটা প্রাঙ্গণে সাদা বরফের গালিচা, শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে তো একেবারে ঝরে পড়েছে সাদা তুলোর মতো তুষার। শীতের সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাইরাল হওয়া এই সব ছবি দেখে তো হেসে খুন নেটিজেনরা। তবে কলকাতায় তুষারপাতের এইসব ছবি যে সকলের মন ছুঁয়েছে তা বলাই বাহুল্য। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন সত্যিই যদি এমনটা হত!
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>