কলকাতা: একের পর এক রেকর্ড ভেঙে হু হু করে পারদ নামছে কলকাতায়৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ শীতের ধুন্ধুমার ব্যাটিংয়ে কুপোকাত বঙ্গবাসী৷ শীত প্রিয় মানুষরা অবশ্য দারুণ উপভোগ করছে এই কনকনে ভাব৷ এক ধাক্কায় শহরে প্রায় দু’ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। আরও পারদপতন ঘটে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই মরসুমের শীতলতম দিন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে ঢাকা থাকবে কুয়াশার চাদরে৷ তবে বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যাবে৷ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
আরও পড়ুন- প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু ২০ টাকা বরাদ্দ! পৌষ্টিক আহার কীভাবে, উঠছে প্রশ্ন
নতুন বছর পড়তেই বাংলায় শুরু হয়েছে শীতের ইনিংস। দিনভর কনকনে উত্তুরে হাওয়ার দাপট৷ রোদের তাপ যেন গায়েই লাগছে না। সকালে লেপ ছেড়ে বেরনেই দুষ্কর৷ তবে এই ঠাণ্ডায় জমিয়ে নলেন গুড় আর পিঠের রসাস্বাদন করছে বাঙালি। এরই মধ্যে শীতকাতুরে বাঙালির জন্য সুখবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ আরও বেশ কয়েক দিন এভাবেই শীতের আমেজ উপভোগ করতে পারবে শহরবাসী। তবে শুধু কবকাতা নয়, গোটা রাজ্যেই জাঁকিয়ে পড়েছে শীত৷ আরও কয়েক দিন এভাবেই নীচের দিকে থাকবে তাপামাত্রা৷
কলকাতার পাশাপাশি রেকর্ড পারদপতন হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরেও৷ ঠাণ্ডায় কাবু জেলার মানুষ। বৃহস্পতিবার বর্ধমানের পারদ নেমে গিয়েছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার আরও পারদ পতন ঘটেছে৷ ভোর থেকেই রাস্তার ধারে বসে আগুন পোহাতে শুরু করেছে মানুষ।
দক্ষিণের পাশাপাশি শীতের ঝোড়ো ইনিংস শুরু হয়েছে উত্তরে৷ দার্জিলিং, কালিম্পং-সহ গোটা উত্তরবঙ্গেই জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে গিয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>