কলকাতা: ফুটবলের যুদ্ধক্ষেত্রে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল৷ কাতার বিশ্বকাপে তাঁদের অভিযান শুরু হবে সার্বিয়ার বিরুদ্ধে৷ ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল৷ ফলে ২০২২-এ আরও একবার কাপ ঘরে তুলতে মরিয়া নেইমাররা৷ তাঁরা যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ তার উপর এটাই একাধিক ব্রাজিল তারকার শেষ বিশ্বকাপ। ফলে জয়ের তাগিদটাও অনেকটাই বেশি। অন্যদিকে শুরুতেই ব্রাজিলের মতে দলকে হারিয়ে বিশ্বকাপের সফর শুরু করতে উদ্যত সার্বিয়া। এরই মধ্যে বিস্ফোরক অভিযান উঠল ব্রাজিলের বিরুদ্ধে৷ তারা নাকি ড্রোন উড়িয়ে সার্বিয়ার অনুশীলন দেখার চেষ্টা করছে। যদিও এই খবর মানতে চাননি খোদ সার্বিয়ার কোচ দ্রাগান স্তকোভিচ।
আরও পড়ুন- ভরা স্টেডিয়ামে বান্ধবীকে চুম্বন করে ‘পেনাল্টি’! কাতারের আইন ভেঙে বিপদে বেলজিয়ামের গোলরক্ষক
পাল্লায় সার্বিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিল৷ ইতিহাস বলছে, সবচেয়ে শক্তিশালী দল তিতেদেরই। তবে গত কয়েক বছর ব্রাজিলের সময়টা ভালো যায়নি। এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠলে তা নিতান্তই অমূলক হবে না৷ মাঠে নামার আগে বিপক্ষকে মেপে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ৷ তা বলে ড্রোন উড়িয়ে নজরদারি? এ বিষয়ে মুখে কুলুপ ব্রাজিল শিবিরের৷
ব্রাজিল এবং সার্বিয়া দুই দলের ফুটবলাররাই আল আরবি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছেন। রাস্তার দুপারে দুটো স্টেডিয়াম দেওয়া হয়েছে দুই দলকে। ফলে সেখানে ড্রোন ওড়ানো বড় কথা নয়। কিন্তু ড্রোন ওড়ানোর মতো বোকামি ব্রাজিল করবে না বলেই মনে করেন সার্বিয়ার কোচ। তাঁর কথায়, ‘ব্রাজিল কেন আমাদের ওপর গোয়েন্দাগিরি করবে? ওদের এসব করার প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। সেখানে আমরা তেমন কিছু নই, যে ড্রোন উড়িয়ে আমাদের কৌশল বুঝতে হবে।’ তবে ড্রোন কাণ্ডে নিশ্চিত ভাবেই শোরগোল পড়েছে ফুটবল বিশ্বে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>