তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার EVM মেশিন, সাসপেন্ড সেক্টর অফিসার

তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার EVM মেশিন, সাসপেন্ড সেক্টর অফিসার

fe211a5393e58a13c13d4d1018ce862b

উলুবেরিয়া:  উলুবেরিয়ার সেক্টর অফিসার সাসপেন্ড৷ ইভিএম বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল তাঁকে৷ ভোটে ইভিএম মশিন সেক্টর অফিসারের হেফাজতে থাকাই নিয়ম৷ কিন্তু উলুবেরিয়া উত্তরের ওই সেক্টর অফিসার ৪টি ইভিএম মেশিন নিজের বাড়িতে নিয়ে যান৷ যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়৷ এর পরেই ওই সেক্টর অফিসারকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- বাগনানে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুর, অভিযোগ এর নেপথ্যে রয়েছে বিজেপি

গাদাইটপাড়ার বাসিন্দাদের অভিযোগ এখানে রাত আড়াইটে নাগাদ সেক্টর অফিসের দুটি গাড়ি এসে পৌঁছয়। সেই গাড়ি করেই ইভিএম মেশিন নিয়ে আসা হয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে। সেক্টর ইনচার্জ অবশ্য বলেন, সেক্টর অফিসে তাঁর থাকার কোনও জায়গা ছিল না৷ সেই কারণেই গৌতম ঘোষের বাড়িতে আসার জন্য বলেন তাঁরই দুই সহকর্মী৷ কিন্তু তাঁরা জানতেন না যে এটা তৃণমূল নেতার বাড়ি৷ যদিও সেক্টর অফিসারের গাড়ি গৌতমবাবুর বাড়ির সামনে দাঁড়াতেই ভিড় জমান স্থানীয় মানুষ৷ তাঁর দেখেন ওই গাড়িতে ইভিএম আছে৷ খবর দেওয়া হয় কমিশনে৷ আসে পুলিশ বাহিনী৷ পরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেগুলি বার করে নিয়ে যাওয়া হয়৷ তবে এগুলি ভোটের কাছে ব্যবহার করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে৷

গৌতমবাবুর আবার দাবি, রাত ৮টা নাগাদ সেক্টর অফিসার তপন কুমার সরকার তাঁকে জানিয়েছিলেন তাঁর বাড়িতে থাকবেন৷ কিন্তু তিনি সঙ্গে করে ইভিএম ও ভিভিপ্যাড নিয়ে আসায় আপত্তি জানায়৷ কিন্ত ততক্ষণে এলাকায় জানাজানি হয়ে যায়৷ এই ঘটনায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷ সেক্টর অফিসারকে তাঁর দায়িত্বে গাফিলতির অভিযোগে সরিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে ওই ৪টি ইভিএম ভোটের কাজে ব্যবহার করা হবে না৷  অন্যদিকে বিজেপি’ক অভিযোগ, ভোটে হার নিশ্চিত দেখেই এই কাজ করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *