বাগনানে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুর, অভিযোগ এর নেপথ্যে রয়েছে বিজেপি

বাগনানে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুর, অভিযোগ এর নেপথ্যে রয়েছে বিজেপি

বাগনান: হাওড়া বাগনানে তৃণমূলের ক্যম্প অফিস ভাঙচুরের অভিযোগ৷ ২২৮ নম্বর বুথের সামনে তৃণমূলের ক্যাম্পে হামলা চালানো হয়৷ টেবিল চেয়ার সাজিয়ে ক্যাম্প তৈরি করার ১০ মিনিটের মধ্যে তা ভেঙে দেওয়া হয়৷ বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল৷ অভিযোগ, বিজেপি কর্মীরা এসেই এই ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে৷ সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে৷ 

আরও পড়ুন- ভোটের আগে গোঘাটে বিজেপি কর্মীর স্ত্রীকে খুন, উত্তপ্ত গোটা এলাকা

অন্যদিকে বিজেপি’র অভিযোগ, নির্বাচনী বিধি অনুযায়ী এই ক্যাম্প তৈরি করা হয়নি৷ আবার স্থানীয় তৃণমূল কর্মী বলেন, আমরা এর আগেও নির্বাচন করেছি৷ আমরা জানি ১০০ মিটার অর্থাৎ ৩০০ ফুট কতটা দূরে হয়৷ এসআই স্যার বলার আগেই গতকাল আমাদের দলীয় পতাকাও খুলে দিই৷ নিয়ম মেনেই তৈরি হয়েছিল এই ক্যাম্প৷ কিন্তু সকালে অনুপম মল্লিকের ছেলেরা এসে এই ভাঙচুর চালায়৷ তাদের মধ্যে কেউ কেউ এলাকারই বাসিন্দা৷ অনেকে আবার বগিরাগত৷ তারাই তাণ্ডব চালিয়েছে৷ এই এলাকায় বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের বাড়ি লাগোয়া তৈরি করা হয়েছে বিজেপি’র ক্যাম্প৷ অমুপমবাবুর কথায়, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও তারা অভিযোগ করেছিলেন৷ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ নিয়ম লঙ্ঘন করে ক্যাম্প অফিস তৈরি করছিল তৃণমূল৷ সেই কারণেই তাদের কর্মীরা গিয়ে এই ক্যাম্প সরিয়ে দিয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =