ভোটের আগে গোঘাটে বিজেপি কর্মীর মাকে খুন, উত্তপ্ত গোটা এলাকা

ভোটের আগে গোঘাটে বিজেপি কর্মীর মাকে খুন, উত্তপ্ত গোটা এলাকা

গোঘাট:  হুগলীর গোঘাটে বিজেপি সমর্থকের মা’কে খুন করার অভিযোগ উঠল৷ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে৷ বিজেপি’র অভিযোগ, খুনের নেপথ্যে রয়েছে তৃণমূল৷ 

আরও পড়ুন- তৃতীয় দফা: অপরাধের কালি মেখে ভোটের ময়দানে ২৬% প্রার্থী!

গোঘাটের বদনগঞ্জ এলাকায় বিজেপি কর্মীর মা’র উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে৷ এদিন পুলিশ প্রথমে দেহ তুলতে গেলে বাধা দেয় বিজেপি কর্মীরা৷ সকালে গোঘাট হাসপাতালে দেহ নিয়ে আসা হয়৷ সেখান থেকে গোঘাট থানা হয়ে আরামবাগ হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়৷ বিজেপি’র অভিযোগ, ১ এপ্রিল থেকেই এখানে অশান্তির অভিযোগ করা হচ্ছে৷ কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি৷ এথানে গোঘাটের সীমান্তবর্তী এলাকায় এমন কয়েকটি রাস্তা আছে, যেখান দিয়ে তৃণমূল আশ্রীত গুণ্ডারা প্রতিদিনই ঢোকার চেষ্টা করছে৷ গোঘাট থানা এলাকয় ঢুকে তারা গ্রামগুলিকে উত্যক্ত করছে৷ ভয় দেখানো হচ্ছে৷ ৫ এপ্রিল গাজার মোড় দিয়ে তৃণমূলের গুণ্ডারা খুশিগঞ্জে ঢুকে আক্রমণ চালায়৷ তৃণমূল প্রার্থী মানস মজুমদারের উপস্থিতিতে সবটা হয়েছে বলে দাবি৷ প্রসঙ্গত, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী বিশ্বনাথ তারক৷ তিনি এলাকায় বহিরাগতদের ঢুকিয়ে মারধরের অভিযোগ তুলেছেন৷  প্রসঙ্গত, বাম আমল থেকেই এই গোঘাট অশান্তির কেন্দ্র বলেই পরিচিত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =