পরিকল্পনা ছাড়া খুলছে স্কুল! জনস্বার্থ মামলা হাইকোর্টে

পরিকল্পনা ছাড়া খুলছে স্কুল! জনস্বার্থ মামলা হাইকোর্টে

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা:  কোনও পরিকল্পনা ছাড়াই রাজ্যে নবম  থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই অভিযোগে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল৷ বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। 

আরও পড়ুন- বিএড কোর্স চার বছর করার সিদ্ধান্ত কেন্দ্রের

মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে ১৬ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে৷ সোম থেকে শনি প্রতি দিনই ক্লাস হবে৷ বিকল্প দিনে ক্লাস হবে না৷ তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির চারটি ক্লাসকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে পড়ুয়াদের রিপোর্ট করতে হবে৷ নবম ও একাদশ শ্রেণির পড়ুয়ারে সকাল সাড়ে ৯টাটার মধ্যে স্কুলে চলে আসবে৷ ১০টা থেকে দুপুর ৩টে ৩০ পর্যন্ত তাঁদের ক্লাস হবে৷ দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১১টা থেকে৷ ক্লাস শেষ হবে বিকেল ৪টেয়৷ সাড়ে ১০টার মধ্যে তাঁদের স্কুলে চলে আসতে হবে৷ অথচ এই পড়ুয়াদের কোনও ভ্যাকসিন হয়নি। এতে অসুস্থ হওয়ায় আশঙ্কা বাড়বে। দ্রুত সংক্রমণ ছাড়াতে পারে৷ ক্লাস শুরুর আগে বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি করা হোক। সেই কমিটি ঠিক করুক সময় কমিয়ে কী ভাবে স্কুল চালু রাখা যায়৷ না হলে পড়ুয়াদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে৷ এই মর্মে মামলায় করেছেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।

প্রসঙ্গত, রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রত্যেককে নিজের পৃথক জলের বোতল সঙ্গে রাখতে হবে৷ নিজস্ব বই তো থাকবেই৷ কারও থেকে পেনও নেওয়া যাবে না৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ রাখতে হবে স্যানিটাইজার৷ প্রতিদিন স্কুল, স্কুলের শৌচালয়, ল্যাবরেটরি ও গ্রান্থাগার স্যানিটাইজ করতে হবে৷ স্কুলে গেলেও ক্লাসঘর, ক্যাম্পাস, খেলার মাঠ, ল্যাবরেটরি,  লাইব্রেরি ও হস্টেলে পারস্পরিক দূরত্ব বজায় রাখতেই হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *