ভোট পরবর্তী হিংসা: হাইকোর্টের রায়ে নাখুশ সৌগত, মানুষ বিচার পাবে, বললেন দিলীপ

ভোট পরবর্তী হিংসা: হাইকোর্টের রায়ে নাখুশ সৌগত, মানুষ বিচার পাবে, বললেন দিলীপ

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় উল্লেখযোগ্য রায় কলকাতা হাইকোর্টের৷ জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ এই রায়ে স্বভাবতই নাখুশ তৃণমূল কংগ্রেস৷ প্রতিক্রিয়া জানালেন সাংসদ সৌগত রায়৷  অন্যদিকে, এই রা৷কে স্বাগত জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ‘সুপ্রিম’ ভাবনা রাজ্যের

ভোট পরবর্তী হিংসা মামলার রায় প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘‘আমি অখুশি৷ আইন-শৃঙ্খলা সম্পূর্ণটাই রাজ্যের বিষয়৷ এই বিষয়ে বারবার সিবিআই হস্তক্ষেপ কাম্য নয়৷ রাজ্য সরকার নিশ্চয়ই এর বিচার করবে এবং প্রয়োজন মনে করলে আপিল করবে৷’’ তিনি আরও বলেন, ‘‘রায় বলবৎ থাকলে সিবিআই ও সিট তদন্ত করবে৷ তবে আমি মনে করি এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবেদন করতে চলেছে৷ সিবিআই তদন্ত আটকাবার চেষ্টা করা হবে৷’’ তাঁর কথায়, জনগণের আদালতে হেরে গিয়ে বিজেপি হাই কোর্টের আশ্রয় নিয়েছে৷ আর রাজ্যের আইন-শৃঙ্খলা দেখার কোনও এক্তিয়ারই নেই জাতীয় মানবাধিকার কমিশনের৷ কিন্তু হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছিল৷ অথচ দেখা গিয়েছে এনএইচআরসি-র টিমে এমন সদস্যও ছিলেন যাঁরা আগে বিজেপি করতেন৷ এই বিষয়ে হাইকোর্টে আপত্তিও জানানোর  পরেও হাইকোর্ট এই রায় দিলে আমাদের কিছু করার নেই৷ 

আরও পড়ুন- NHRC-এর সুপারিশে স্বীকৃতি, ভোট পরবর্তী অশান্তি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টে

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে নির্বাচনের পর যে ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই লজ্জিত৷ দুঃখিত৷ গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করা হয়েছে৷ সাংবিধানিক ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে৷ অথচ মুখ্যমন্ত্রী বা সরকার সেটা মানতে চাননি৷ কিন্তু আদালত সেটা মেনে নিয়েছে৷ কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে৷ সিট গঠন করতে বলেছে৷ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিষয়টি দেখার দায়িত্বও দেওয়া হয়েছে৷ এবার হয়তো অত্যাচারিত মানুষ ও লাঞ্ছিত মহিলারা সুবিার পাবেন৷ দোষীরা শাস্তি পাবে৷ এটা খুশির কথা নয়৷ সাধারণ মানুষের অধিকার। ’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *