কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় হাই কোর্টে জোড় ধাক্কা রাজ্যের৷ জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ বলা হয়েছে, খুন, অস্বাভাবিক মৃত্যু ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে কেন্দ্রীয় তন্তকারী সংস্থা৷ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্তে গঠন করা হয়েছে সিট৷ ৬ সপ্তাহ পর রিপোর্ট দেবে সিবিআই ও সিট৷ সেই সঙ্গে অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থার নির্দেশও দেওয়া হয়েছে৷ এই মামলায় নতুন ডিভিশন বঞ্চ গঠন করা হবে বলেও রায় দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- NHRC-এর সুপারিশে স্বীকৃতি, ভোট পরবর্তী অশান্তি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টে
রায় ঘোষণার পর রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে সূত্রের খবর, রায় ঘোষণার পরেই রাজ্য সরকারের তরফে বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে৷ রায়ের প্রত্যায়িত কপি হাতে পাওয়ার পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনাও শুরু করেছে তৃণমূল৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার৷ কারণ রাজ্যের তরফে বারবার বলা হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের এই বিশেষ টিম পক্ষপাতদুষ্ট৷ রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা না বলেই মন গড়া রিপোর্ট দিয়েছেন তাঁরা৷ আর সেই রিপোর্টের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট আজ রায় দান করেছে৷ সে কারণেই আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য৷