কলকাতা: বাঁধ মানল না চোখের জল। নিজের দীর্ঘ পেশাদারী টেনিস জীবনের বিদায় লগ্নে আবেগঘন হয়ে পড়লেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ১৮ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা টেনিস জীবনে ইতি টানাটা যে কঠিন হবে, তা আগেই বুঝেছিলেন সানিয়া৷ শেষটা যখন সত্যিই চলে এল, তখন আর নিজেকে সামলাতে পারলেন না ভারতের কিংবদন্তী টেনিস তারকা৷ বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়লেন তিনি৷
আরও পড়ুন- টানা তিনবার! আইএসএলে ইস্টবেঙ্গলের ব্যর্থতা অব্যাহত! কী কারণে এত খারাপ ফল হচ্ছে লাল-হলুদের?
শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে হেরে যায় সানিয়া মির্জা ও রোহন বোপান্নার জুটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগে ভাসেন সানিয়া। হাসি মুখে শুরু করলেও, কান্না যেন গলার ভিতরে দলা পাকিয়ে উঠছিল৷ কথা বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি৷ সানিয়া বলেন, ‘আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চেয়েছিলাম। আমার পেশাদার টেনিস কেরিয়ার যেখানে শুরু করেছিলাম…. (কথা শেষ করার আগেই ফুঁপিয়ে ওঠেন সানিয়া)। আমার (পেশাদার কেরিয়ারের যাত্রাটা) শুরু হয়েছিল মেলবোর্নে, ২০০৫ সালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে খেলেছিলাম। সেইসময় আমার বয়স ছিল ১৮ বছর।’
“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand Slam] career at.”
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
এর পর সানিয়া বলেন, ‘ওটা ১৮ বছর আগের কথা। সেই মেলবোর্নে বারবার ফিরে আসা, কয়েকটি ট্রফি জেতা, আপনাদের সামনে দুর্দান্ত ফাইনালে ম্যাচে খেলা সবটাই দারুন অনুভূতি। আমার জীবনে রড লেভার এরিনা অত্যন্ত বিশেষ জায়গা দখল করে আছে। আমার কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা হত না। সবকিছুর জন্য ধন্যবাদ।’
ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম খেতলে পারার অভিজ্ঞতাও অসাধারণ৷ তাঁর কথায়, ‘‘আমার পরিবারের সকলে এখানে রয়েছে। কখনও ভাবিনি ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে পারব। সেটাও হল।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>